শেষ ১২ ঘণ্টায় দুটি পৃথক এনকাউন্টারে কাশ্মীরে খতম করা হল পাঁচ জঙ্গিকে। মৃত জঙ্গিদের মধ্যে আছে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি এবং এক পাকিস্তানি জঙ্গি। এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
রবিবার ভোরে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শেষ ১২ ঘণ্টায় পুলওয়ামা এবং বদগাম জেলায় দুটি পৃথক গুলির লড়াইয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার পাঁচ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মৃতদের মধ্যে জইশ কমান্ডার জাহিদ আছে। এক পাকিস্তান জঙ্গিকেও খতম করা হয়েছে। তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। বাকি তিন জঙ্গিরও পরিচয় আপাতত জানানো হয়নি। কাশ্মীর জোন পুলিশের তরফে সেই জোড়া এনকাউন্টারকে ‘বড় সাফল্য’ হিসেবে অভিহিত করা হয়েছে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নায়রা এলাকায় অভিযান শুরু করে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি চালানো হতে থাকে। তারইমধ্যে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। সন্ধ্যার দিক থেকে গুলির লড়াই শুরু হয়। রাতভর অভিযান চলে। সেখানেই খতম করা হয়েছে চার জঙ্গিকে। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তল্লাশি চলছে।
পুলওয়ামায় গুলির লড়াইয়ের মধ্যেই শনিবার রাতের দিকে মধ্য কাশ্মীরের বদগাম জেলার চারার-ই-শরিফ এলাকায় এনকাউন্টার শুরু হয়। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, বদগামে লস্কর-ই-তইবার এক জঙ্গিকে খতম করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি একে-৫৬ রাইফেল। সেখানেও তল্লাশি চালানো হচ্ছে।