করোনা পর্বে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল দিল্লি সরকার। বর্তমানে করোনার দাপট নেই। প্রতিদিনই করোনা সংক্রমণ নিম্নমুখী। এই অবস্থায় জনসমক্ষে মাস্ক পরা নিয়ে কড়াকড়ি শিথিল হল দিল্লিতে। অর্থাৎ জনসমক্ষে মাস্ক না পরলে দিল্লিতে আর জরিমানা দিতে হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন।
Covid কি এবার শেষ বলা চলে? উত্তরে যা বললেন WHO প্রধান…
চলতি বছরের প্রথমেই গোটা দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। করোনা সংক্রমণ রুখতে গত এপ্রিলে দিল্লি বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করেছিল জনসমক্ষে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। তবে বর্তমানে করোনা গ্রাফ প্রতিদিন নিম্নমুখী। এই অবস্থায় সাধারণ মানুষের সুবিধার্থে মাস্ক পরার উপর কড়াকড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লির বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ। তবে যেহেতু আগামী নভেম্বর পর্যন্ত উৎসব রয়েছে তাই ১৫ নভেম্বর পর্যন্ত সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের সদস্য ডাক্টর রাজেন্দ্র সিং।
উল্লেখ্য, দেশের পাশাপাশি রাজধানীতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার দিল্লিতে করোনা সংক্রমিত হয়েছিলেন ৭৪ জন। তার পরই এই সিদ্ধান্ত নিয়েছে বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ। মঙ্গলবার ভারতে এক দিনে করোনা সক্রমিত হয়েছিল ১৯৬৮। মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা মোকাবিলায় বুস্টার টিকা দেওয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। করোনার বাড়বাড়ন্ত কমে যাওয়ায় রাস্তাঘাটে অধিকাংশ মানুষই মাস্ক না পরেই বেরোচ্ছেন।