মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের আমলেই উত্তরপ্রদেশে প্রতিদিন ৫০ হাজার গোহত্যা হচ্ছে। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের শাসক দল বিজেপির বিধায়ক নন্দকিশোর গুজ্জর। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যসচিবের নির্দেশেই এই কাজ হচ্ছে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। তাঁর এমন বক্তব্য সামনে আসতেই বিজেপির অন্দরে সমালোচনা শুরু হয়েছে। একইসঙ্গে বিজেপি বিধায়ক দাবি করেছেন গো-কল্যাণ তহবিলের টাকা নয়ছয় করা হচ্ছে। এর জন্য তিনি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।
আরও পড়ুন: গোহত্যার অভিযোগে পৈশাচিক গণপিটুনি! যকৃত ফেটে, ফুসফুস ফুটো হয়ে মৃত্যু যুবকের
বিধায়ক একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে উদ্বেগপ্রকাশ করে বলেন, ‘এটা খুবই উদ্বেগের বিষয়ে যে আমাদের সরকারের আমলে প্রতিদিন উত্তরপ্রদেশে ৫০,০০০ গো-হত্যা হচ্ছে। গো-কল্যাণের টাকা উধাও করে দেওয়া হচ্ছে। আর এর পিছনে মুখ্যসচিবের হাত রয়েছে। সব জায়গায় লুটপাট হচ্ছে। আমি চায় মুখ্যমন্ত্রীর কাছে এই কথা পৌঁছাক।’ এছাড়াও, বিধায়ক নিজের নির্বাচনী এলাকা লোনিতে দুই পুলিশ কনস্টেবলের তোলাবাজির একটি ভিডিয়োর কথা উল্লেখ করে শাস্তির দাবি জানান।
তিনি বলেন, যদি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামিদিনে বিধানসভা নির্বাচনে বিজেপি অনেক আসন হারাবে। আর ব্যবস্থা নিলে বিজেপি ৪০৩টি আসনের মধ্যে ৩৭৫টি আসন পাবে। এনিয়ে তিনি বিজেপিকে সতর্ক করেন।
এনিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি এই ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মন্তব্য করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই লড়াইয়ের কারণ হল দুর্নীতি থেকে উপার্জন, যা সবাই একচেটিয়াভাবে করতে চায়।’ যাদব মন্তব্য করেছেন, ‘কীভাবে জনস্বার্থের সঙ্গে এইসব আপোষ করা হচ্ছে।’
উল্লেখ্য, রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী আশিস প্যাটেল দাবি করার পরপরই এই অভিযোগ সামনে আসে। কারিগরি শিক্ষা বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগে দুর্নীতির বিষয়ে সিরাথুর সমাজবাদী পার্টির বিধায়ক পল্লবী প্যাটেলের অভিযোগের মুখোমুখি হয়েছেন আশিস প্যাটেল। তাঁর বিরুদ্ধে বৃহত্তর দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সমাজবাদী পার্টির নেত্রী। যদিও আশিস প্যাটেল দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন। তাঁকে পদ থেকে অপসারিত না করা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন বে জানান।