আগামী ২৩ নভেম্বর রাজস্থানে ভোট। আর সেই ভোটের দিন অন্তত ৫০,০০০ বিয়ে হবে রাজস্থানে। কিন্তু ভোটের দিন এমন বিয়ের লাইন কীভাবে?
আসলে ওই দিন একটি বিশেষ একাদশী। আর সেই পূণ্যদিনে বিয়ে করার জন্য় একেবারে হিড়িক পড়ে গিয়েছে। ওই দিনই হাজার হাজার বিয়ের তারিখ ঠিক হয়েছে। আর সেদিনই রাজস্থানে ভোটের দিন।
এই দিনটাকে রাজস্থানে বিয়ের জন্য পূণ্যদিন বলে ধরা হয়। এদিকে মনে করা হচ্ছে ভোটের দিন বিয়ে হলে স্বাভাবিকভাবে অনেকেই ভোট দিতে যাবেন না। তার জেরে ভোটের হার কমতে পারে। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।
তবে কমিশন চাইছে ভোটের শতাংশ যেন ৭৫ শতাংশ বা তার বেশি হয়। গত ২০১৮ সালে ভোটের হার ছিল ৭৪.৭১ শতাংশ। তবে এবার এই গাদা গাদা বিয়ের ঠ্য়ালায় ভোটের হার কত হয় সেটাই দেখার।
অল ইন্ডিয়া টেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রবি জিন্দল পিটিআইকে জানিয়েছেন, এই পূণ্যদিনে প্রচুর বিয়ের তারিখ রয়েছে। এই দিন হিন্দুদের বিভিন্ন জাতিভুক্ত মানুষরা বিয়ে করতে চান।
সেকারণেই এত বিয়ের তারিখ ওই দিনে। এদিকে রাজস্থানে প্রায় ১০ লাখ মানুষ প্যান্ডেল তৈরি, ফুল দিয়ে সাজানো, ক্যাটারিং সহ বিয়ের নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত।
ইভেন্ট ম্যানেজার মণীষ কুমার জানিয়েছেন, ওদিন মানুষ এক শহর থেকে শোভাযাত্রা করে অপর জায়গায় যান। বিয়ের কাজে যারা ব্যস্ত থাকবেন, আয়োজনে যারা থাকবেন তারা ভোট নাও দিতে যেতে পারেন। ইতিমধ্য়ে প্রচুর হল বুক করা হয়েছে। প্রচুর বিয়ে হবে ২৩ নভেম্বর। আবার সেদিনই ভোট হবে রাজস্থানে।