অসমের কাছাড় জেলার কুরকুড়ি চা বাগানের ৩০ জনেরও বেশি বাসিন্দা সম্প্রতি প্রসাদ হিসাবে বিতরণ হওয়া খিচুড়ি খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন বাড়িতেই মারা গিয়েছেন বলে জানা যায়। মৃত মহিলার বয়স ৫০ বছর বলে জানা গিয়েছে। অন্যরা স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আপাতত। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিষয়টির উপর নজর রেখেছেন বলে জানিয়েছেন।
কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাঃ আশুতোষ বর্মনের মতে, বাসিন্দারা প্লাস্টিকের প্যাকেটে থাকা খিচুড়ি খেয়েছিলেন। তাঁর মতে প্লাস্টিক থেকেই বিষক্রিয়া হয়ে এই ঘটনা হয়ে থাকতে পারে। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘অসুস্থ ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানায়, খিচুড়ি দুপুরে রান্না করা হয়েছিল এবং তারা রাতে তা খেয়েছিল।’
তিনি আরও জানান, খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ কুরকুড়ি বাগানে একটি দল পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। সিনিয়ার চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে একই বাগানের প্রায় ২৫ জন বাসিন্দা ডায়রিয়া রোগে আক্রান্ত। তাদের বেশিরভাগই অভিযোগ করেছেন যে তাদের পেট খারাপ এবং বমি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা খাবারের নমুনা সংগ্রহ করেছি এবং রোগীদের মল এবং লালার নমুনাও সংগ্রহ করেছি। বিষক্রিয়ার প্রকৃতি সনাক্ত করতে নমুনাগুলি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে।’