গত সপ্তাহেও মহারাষ্ট্রের আহমেদনগরের জওহর নবোদয় বিদ্যালয়ে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৯জন। এবার সেই সংখ্যাই একলাফে বেড়ে দাঁড়াল ৫১জন। আক্রান্তের তালিকায় ৪৮জন পড়ুয়া ও তিনজন শিক্ষক। তবে এই আবাসিক স্কুল সূত্রে খবর বেশিরভাগ ছাত্র ও শিক্ষকই উপসর্গহীন। স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রকাশ লালজে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫১জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সকলকেই হাসপাতালে রাখা হয়েছে। তবে বেশিরভাগ ছাত্রেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সমস্ত ছাত্র ও স্টাফেদের কোভিড পরীক্ষা করা হচ্ছে। এই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০ছাত্র রয়েছে।
এদিকে স্কুল ছাত্রদের মধ্য়ে কোভিড সংক্রমণের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে। তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে কারোরই শারীরিক ক্ষেত্রে বিশেষ অবনতি হয়নি। প্রত্যেকেই প্রায় স্থিতিশীল রয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। এদিকে আর কেউ কোভিডে আক্রান্ত কি না সেটাও দেখা হচ্ছে। অন্যদিকে দেশ জুড়ে ইতিমধ্যেই বিভিন্ন স্কুল খুলে গিয়েছে। পড়ুয়ারাও অনেকে স্কুলমুখী হয়েছে। তবে এর মধ্যে কোভিডে আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। তবে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার ঘোষণায় কিছুটা স্বস্তিতে অভিভাবকরা।