বাংলা নিউজ > ঘরে বাইরে > টিনা দাবির পর এবার মাতামাতি ৫৬ বছর বয়সী IAS-এর বিয়ে নিয়ে,পাত্র বছর ৫৭-র সাংবাদিক

টিনা দাবির পর এবার মাতামাতি ৫৬ বছর বয়সী IAS-এর বিয়ে নিয়ে,পাত্র বছর ৫৭-র সাংবাদিক

আইএএস শৈল মার্টিন বিয়ে করতে চলেছেন সাংবাদিক রাকেশ পাঠককে

৫৬ বছর বয়সি শৈলবালা মার্টিন মধ্যপ্রদেশ ক্যাডারের ২০০৯ সালের আইএএস।

রাজস্থানের আইএএস টিনা দাবি এবং প্রদীপ গাওয়ান্দের বিয়ে আজকাল খবরের শিরোনামে। একইসঙ্গে এবার মধ্যপ্রদেশের এক আইএএস-এর বিয়ে নিয়ে মাতামাতি শুরু হল সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের ৫৬ বছর বয়সী আইএএসের নাম শৈলবালা মার্টিন। তিনি বরিষ্ঠ সাংবাদিক ডঃ রাকেশ পাঠকের সাথে সাত পাকে ঘুরতে চলেছেন।

৫৬ বছর বয়সি শৈলবালা মার্টিন মধ্যপ্রদেশ ক্যাডারের ২০০৯ সালের আইএএস। এদিকে পাত্র ৫৭ বছর বয়সি রাকেশ পাঠক একজন সিনিয়র সাংবাদিক। শৈলবালা এতকাল অবিবাহিত ছিলেন। এদিকে রাকেশ পাঠকের এটা দ্বিতীয় বিয়ে। ৭ বছর আগে অসুস্থ হয়ে পাঠকের স্ত্রী মারা গিয়েছিলেন। রাকেশ পাঠকের দুই মেয়ে আছে। এদিকে শৈলবালা ইন্দোরের বাসিন্দা। আর রাকেশ পাঠক গোয়ালিয়রের বাসিন্দা৷ একটি টিভি ডিবেটের সময় দুজনের দেখা হয় বলে জানা গিয়েছে। এরপর তাদের আলাপ পরিচিতি হয় এবং তারপর দুজনের মধ্যে সখ্যতা তৈরি হয়।

রাকেশ পাঠক সোশ্যাল মিডিয়ায় শৈলবালা মার্টিনের সঙ্গে তাঁর বিয়ের কথা ঘোষণা করেন। তিনি টুইটার এবং ফেসবুকে এটি সম্পর্কে পোস্ট করেন। রাকেশ পাঠক সেই পোস্টে লিখেছেন যে তিনি ও শৈলবালা প্রায় দুই বছর ধরে বন্ধু। তিনি লেখেন, ‘শৈল একজন দুর্দান্ত মানুষ। এখন আমরা স্বামী-স্ত্রী হতে চলেছি।’

বন্ধ করুন