আমেরিকা বাদে 'ট্রাম্প' ব্র্যান্ডের সবথেকে বেশি প্রোজেক্ট রয়েছে ভারতে। আর ভারতে এই সব প্রোজেক্টের দায়িত্বে আছে ট্রিবেকা নামক এক সংস্থা। এই ট্রিবেকা হল ভারতে ট্রাম্প ব্র্যান্ডের পার্টনার। আর ট্রিবেকার প্রধান কল্পেশ মেহতা জানালেন, ভবিষ্যতে আরও ৬টি ট্রাম্প টাওয়ার গড়ে উঠবে ভারতে। এই প্রোজেক্টগুলি মোট ১৫ হাজার কোটি টাকায় বিকোতে পারে বলে জানান তিনি। এই প্রোজেক্টগুলির মোট আয়তন আট মিলিয়ন বর্গ ফুট হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই দেশে ট্রাম্প ব্র্যান্ডের ৪টি প্রোজেক্ট আছে। যার আয়তন তিন মিলিয়ন বর্গ ফুট। উল্লেখ্য, কল্পেশ হল ট্রাম্প পুত্র ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়রের বন্ধু। দু'জনেই হোয়ার্টন বিজনেস স্কুলে পড়তেন। সেখানেই কল্পেশের এক শিক্ষকের মাধ্যমে দু'জনের পরিচয়। এবং পরবর্তীতে ব্যবসায়িক চুক্তি। (আরও পড়ুন: জেট এয়ারওয়েজের ওড়ার শেষ স্বপ্নটাও ভাঙল, ঋণ জর্জরিত সংস্থা নিয়ে কী রায় দিল SC)
আরও পড়ুন: সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে কি বিধি বদল করা যায়? বড় রায় SC-র
ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কল্পেশ মেহতা দাবি করেন, তিনি বেশ কয়েকবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি তাঁকে নির্মাণ ব্যবসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছিলেন। কল্পেশের কথায়, ট্রাম্প তাঁকে বলেছিলেন - 'আমার মতো কাজ করবে। খুব বেশি প্রোজেক্টে হাত দেবে না। তবে যেটাই করবে, সেটা যেন তোমার ট্রফি হয়।' উল্লেখ্য, নিজের সংস্থার নাম নিউইয়র্কের একটি জায়গার নামে রেখেছেন কল্পেশ। পড়াশোনার সময় নিউইয়র্কের ট্রিবেকাতেই থাকতেন কল্পেশ। এই নামকরণ নিয়ে তিনি বলেন, 'আমার ইচ্ছে ছিল, নিউইয়র্কের বিলাসিতা আমি ভারতে নিয়ে আসব। সেখান থেকেই সংস্থার এই নামকরণের ভাবনা।' (আরও পড়ুন: ট্রাম্পকে হারাতে দিয়েছিলেন চাঁদা? US ভোটের ফল নিয়ে কী বললেন বাংলাদেশের ইউনুস?)
আরও পড়ুন: ট্রাম্প পত্নীকে নিয়ে 'কুরুচিকর মজা' সিংভির, 'সেক্স টেপ' নিয়ে খোঁচা তরুণজ্যোতির
এদিকে ট্রাম্প পুত্রের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে কল্পেশ বলেন, 'আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম। ট্রাম্প জুনিয়র সেখানে স্নাতক স্তরের পড়াশোনা করতে গিয়েছিলেন। আমি সেখান থেকে আমার এমবিএ করছিলাম। আমাদের এক প্রফেসর ছিলেন। তিনি আমারও মেন্টর ছিলেন আবার ট্রাম্পের সন্তানদেরও মেন্টর ছিলেন। তিনিই এই চুক্তি সম্ভব করেছিলেন। নিউইয়র্কে একটা ককটেল ন্যাপকিনের পিছনে আমি এবং ট্রাম্প জুনিয়র আমাদের প্রথম চুক্তি সই করেছিলাম প্রায় ১৪ বছর আগে।'