বাংলা নিউজ > ঘরে বাইরে > নববর্ষের আগেই কাশ্মীরে সাফল্য, জোড়া এনকাউন্টারে খতম ২ পাকিস্তানি-সহ ৬ জঙ্গি

নববর্ষের আগেই কাশ্মীরে সাফল্য, জোড়া এনকাউন্টারে খতম ২ পাকিস্তানি-সহ ৬ জঙ্গি

জোড়া অভিযানে জঙ্গিদের খতম করল নিরাপত্তা বাহিনী। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

জোড়া অভিযানে জঙ্গিদের খতম করল নিরাপত্তা বাহিনী।

এনকাউন্টারে ছয়জন জইশ জঙ্গি খতম হয়েছে। তাদের মধ্যে দু'জন পাকিস্তানি। জানাল জম্মু ও কাশ্মীর পুলিশ।

পুলিশ জানিয়েছে, অনন্তনাগ এবং কুলগামে দুটি আলাদা এনকাউন্টারে ছয় জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে পুলিশের অ্যান্টি-টেরর অপারেশন শুরু হয়। প্রথমটি নওগাম-অনন্তনাগে এবং দ্বিতীয়টি কুলগাম জেলার মিরহামা গ্রামে।

কাশ্মীরের আইজি বিজয় কুমারকে উদ্ধৃত করে পুলিশ টুইট করে জানিয়েছে, ছয়জন জঙ্গিই জইশ-ই-মহম্মদের সদস্য। তাদের মধ্যে দু'জন পাকিস্তানি, দু'জন স্থানীয় মানুষ এবং বাকি দু'জনকে চিহ্নিত করার কাজ চলছে। পুলিশের দাবি, নববর্ষের মুখে এটা বড়সড় সাফল্য।

অনন্তনাগে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। একজন পুলিশ কর্মী গুলিতে আহত হয়েছেন। এখানে এক পাকিস্তানি জঙ্গি-সহ তিনজন মারা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। অনন্তনাগের এনকাউন্টার শেষ হওয়ার পরেই মিরহামা গ্রামে অপারেশন শুরু হয়। সেখানে দ্রুত অপারেশন শেষ হয় বলে জানিয়েছে পুলিশ। এখানেও এক পাকিস্তানি-সহ তিন জঙ্গি মারা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের সন্দেহ, আরও এক জঙ্গি ওই এলাকায় আছে। তার তার খোঁজ চলছে।

বন্ধ করুন