বাংলা নিউজ > ঘরে বাইরে > Threat Letter to Rahul Gandhi & Kamal Nath: রাহুল গান্ধী ও কমল নাথকে খুনের হুমকি, গ্রেফতার বৃদ্ধ, NSA-র অধীনে মামলা

Threat Letter to Rahul Gandhi & Kamal Nath: রাহুল গান্ধী ও কমল নাথকে খুনের হুমকি, গ্রেফতার বৃদ্ধ, NSA-র অধীনে মামলা

রাহুল গান্ধী ও কমল নাথ  (HT_PRINT)

ধৃত বৃদ্ধর নাম দয়াসিং ওরফে ঐশিলাল ঝাম। জানা গিয়েছে, গতবছর নভেম্বরে 'ভারত জোড়ো' যাত্রা চলাকালীন দুই নেতাকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন দয়াসিং। ইন্দোরের একটি মিষ্টির দোকানে হুমকির চিঠি পাঠানো হয়েছিল। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙঅগার প্রেক্ষিতে এই হুমকির চিঠি পাঠানো হয়েছিল।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কমল নাথকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার হলেন এক বৃদ্ধ। ধৃতের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত বৃদ্ধর নাম দয়াসিং ওরফে ঐশিলাল ঝাম। বয়স ৬০ বছর। জানা গিয়েছে, গতবছর নভেম্বরে 'ভারত জোড়ো' যাত্রা চলাকালীন দুই নেতাকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন দয়াসিং। ইন্দোরের একটি মিষ্টির দোকানে হুমকির চিঠি পাঠানো হয়েছিল। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙঅগার প্রেক্ষিতে এই হুমকির চিঠি পাঠানো হয়েছিল।

গতবছর ২৭ নভেম্বর ইন্দোরে প্রবেশ করেছিল রাহুল গান্ধীর পদযাত্রা। পরদিন সেই পদযাত্রা উজ্জয়নে প্রবেশ করে। রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় সামিল হয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও। এই সময়ই দয়াসিং কমল নাথ এবং রাহুল গান্ধীকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠান। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। দীর্ঘ কয়েকমাস পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ইন্দোর পুলিশ। অপরাধ দমন শাখার ডিসিপি নিমিষ আগরওয়াল জানান, দয়াসিং ট্রেনে করে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এই বিষয়ে নিমিষ আগরওয়াল বলেন, 'জেলা প্রশাসন আদেশ জারি করেছে। সেই অনুযায়ী দয়াসিংকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জেলে পাঠানো হবে। কেন তিনি এই চিঠি পাঠিয়েছেন তা স্পষ্ট নয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে।' এর আগে দয়াসিং চিঠি পাঠিয়ে দাবি করেছিলেন, মধ্যপ্রদেশের ইন্দোরে যখন 'ভারত জোড়ো' যাত্রা প্রবেশ করবে তখন এক ভয়াবহ বোমা বিস্ফোরণে খুন করা হবে রাহুল গান্ধী ও কমল নাথকে। উল্লেখ্য, রাহুল গান্ধীর পদযাত্রা চলাকালীন কংগ্রেসের তরফে একাধিকবার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে রাহুল গান্ধী দাবি করেন, জম্মু ও কাশ্মীরে 'ভারত জোড়ো' যাত্রা চলাকালীন তিনি জঙ্গিদের দেখেছিলেন ভিড়ের মধ্যে। এরও আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে রাহুল গান্ধীকে খুন করার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। যে ঘটনায় মধ্যপ্রদেশ সরকার ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছিল হাত শিবির।

 

বন্ধ করুন