বাংলা নিউজ > ঘরে বাইরে > Uttar Pradesh marriage: ৬২ বছরের বর বিয়ে করলেন ২০ বছরের কনেকে, কেন বিয়ে? নিজেই জানালেন পাত্র

Uttar Pradesh marriage: ৬২ বছরের বর বিয়ে করলেন ২০ বছরের কনেকে, কেন বিয়ে? নিজেই জানালেন পাত্র

৪২ বছরের ছোট কনের সঙ্গে বিয়ে করলেন বৃদ্ধ। প্রতীকী ছবি

বরের নাম হল নাখেদ যাদব। তিনি বারাবাঙ্কি জেলার সুবেহা থানা এলাকার জমিন হুসেনাবাদ পুরি চৌধুরী গ্রামের বাসিন্দা। পাত্রীর নাম হল নন্দিনী যাদব। নাখেদ যাদবের ইতিমধ্যে ছয়টি কন্যা রয়েছে, যারা বিবাহিত। প্রত্যেকেই স্বামী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে সুখে-শান্তিতে জীবনযাপন করছেন। 

উত্তরপ্রদেশের অযোধ্যার সিদ্ধপীঠ মা কামাখ্যা ধাম মন্দিরে একটি বিয়েকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পাত্র-পাত্রী দেখে হতবাক হলেন সকলেই। কারণ পাত্রের বয়স ৬২ বছর এবং পাত্রীর বয়স ২০ বছর। অর্থাৎ ৬২ বছর বয়সের বর বিয়ে করলেন তাঁর চেয়ে ৪২ বছরের এক পাত্রীকে। এমন ঘটনাকে কেন্দ্র করে কৌতুহলী জনতার ভিড় জমে মন্দির চত্বরে। বর ইতিমধ্যেই ছয় মেয়ের বাবা। তাঁদের সকলের বিয়েও হয়ে গিয়েছে। স্ত্রীর মৃত্যুর পর একাকীত্ব অনুভব করছিলেন কনে সেই কারণেই বর বিয়ে করেছেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, বরের নাম হল নাখেদ যাদব। তিনি বারাবাঙ্কি জেলার সুবেহা থানা এলাকার জমিন হুসেনাবাদ পুরি চৌধুরী গ্রামের বাসিন্দা। পাত্রীর নাম হল নন্দিনী যাদব। নাখেদ যাদবের ইতিমধ্যে ছয়টি কন্যা রয়েছে, যারা বিবাহিত। প্রত্যেকেই স্বামী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে সুখে-শান্তিতে জীবনযাপন করছেন। বিয়ে উপলক্ষে উভয় পক্ষের লোকজন এদিন মন্দিরে উপস্থিত ছিলেন। মেয়ে ও তাঁর পরিবারের সদস্যদের সম্মতিও রয়েছে বলে জানা গিয়েছে।

নাখেদ যাদব জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি একাকীত্ব অনুভব করছিলেন। এরপর মেয়েরা বিয়ের পরে তাঁর শ্বশুর বাড়িতে চলে গেলে তাঁর একাকীত্ব আরও বেড়ে যায়। এই কারণে তিনি আবারও বিয়ের সিদ্ধান্ত নেন। এদিকে, এই বিয়ের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে বিয়েতে বর-কনের সম্মতি রয়েছে জানার পর পুলিশ সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন