ইন্ডিগোর গুঁতোয় নিজেদের গাড়ির নাম পালটালেও আদালতে যাচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, নয়া বৈদ্যুতিক গাড়ির নাম 'BE 6e' দিয়ে কোনও নিয়ম লঙ্ঘন করা হয়নি। ইন্ডিগো কল-সাইন হিসেবে শুধুমাত্র '6E' ব্যবহার করে। আর মাহিন্দ্রার নয়া গাড়ির নাম দেওয়া হয়েছিল 'BE 6e'। তাছাড়া ইন্ডিগো এবং মাহিন্দ্রা সম্পূর্ণ আলাদা ক্ষেত্রে ব্যবসা করে। ফলে সংঘাতের কোনও প্রশ্নই ওঠে না। তারপরও ইন্ডিগো যেভাবে তাদের বিরুদ্ধে মামলা করেছে, সেটার বিরুদ্ধে যদি আদালতে পালটা মামলা না করা হয়, তাহলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।
'BE 6e' নাম পালটে 'BE6' করে দিয়েছে মাহিন্দ্রা
সেই মামলা করা হলেও নিজেদের নয়া বৈদ্যুতিক গাড়িকে 'BE6' নামে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। প্রাথমিকভাবে সেই গাড়ির নাম দেওয়া হয়েছিল 'BE 6e'। কিন্তু ট্রেডমার্কের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকে দেয় ইন্ডিগো। ভারতের বৃহত্তম উড়ান সংস্থার তরফে দাবি করা হয় যে তাদের ব্র্যান্ডের নাম ব্যবহার করছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।
আরও পড়ুন: IndiGo: আন্তর্জাতিক সমীক্ষায় লাস্ট বেঞ্চে স্থান পেল ইন্ডিগো, রেজাল্ট দেখে কী বলল বিমান সংস্থা?
সেটার প্রেক্ষিতে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার তরফে দাবি করা হয় যে তারা 'BE 6e' নাম দিয়েছে। শুধুমাত্র '6E' ব্যবহার করেনি। ফলে কোনওরকম ধন্দ তৈরির কোনও জায়গা নেই। দুটি সংস্থার ব্র্যান্ডিংয়ের ধাঁচও আলাদা। সর্বোপরি ইন্ডিগো এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সম্পূর্ণ আলাদা জগতের সংস্থা।
টাটার বেলায় নিজেরা কী করেছিলেন? খোঁচা মাহিন্দ্রার
সেইসঙ্গে গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে দাবি করা হয়েছে, অতীতে ইন্ডিগো ব্যবহার করা নিয়ে ইন্টারগ্লোব আপত্তি জানিয়েছিল টাটা মোটরস। কারণ টাটা ইন্ডিগো নামে একটি গাড়ি আছে। কিন্তু সম্পূর্ণ আলাদা ক্ষেত্র এবং ব্যবসায় এখনও ইন্ডিগো নামটা ব্যবহার করে চলেছে ইন্টারগ্লোব। তাই অতীতে নিজেরা যে কাজটা করেছে, সেটা নিয়েই যে ইন্ডিগো আপত্তি জানিয়েছে, তা মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: IndiGo Flight: কলকাতা থেকে ফুকেট এবার ননস্টপ ইন্ডিগোর বিমান, হাত বাড়ালেই থাইল্যান্ড! কবে থেকে চালু?
ভবিষ্যতের দিকে তাকিয়ে পদক্ষেপ, দাবি মাহিন্দ্রার
আর সেই পরিস্থিতিতে ইন্ডিগোকে যে ছাড়া হবে, সেই হুঁশিয়ারিও দিয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি ভারতীয় বহুজাতিক সংস্থার অহেতুক সংঘাতে জড়ানোর কোনও মানে হয়। বরং একে অপরের উন্নতি এবং বিকাশের ক্ষেত্রে সহায়তা করা উচিত। সেটার পরিবর্তে ইন্ডিগো যে দাবি করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আর সেটার বিরুদ্ধে পদক্ষেপ করা না হলে নেহাতই দুটি অক্ষর বা সংখ্যা নিয়ে অহেতুক একচেটিয়া অধিকারের কোনও মানে হয় না।