বাংলা নিউজ > ঘরে বাইরে > গুজরাতে রাসায়নিক কারখানার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭, গুরুতর আহত ২৩

গুজরাতে রাসায়নিক কারখানার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭, গুরুতর আহত ২৩

গুজরাতে রাসায়নিক কারখানার বিস্ফোরণ (ছবি সৌজন্যে এএনআই) (HT_PRINT)

ঘোঘম্বা তালুকের রঞ্জিতনগর গ্রামের কাছে অবস্থিত গুজরাত ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের রাসায়নিক উৎপাদন কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। 

বৃহস্পতিবার সকালে মধ্য গুজরাতের পঞ্চমহল জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭ হল। গতকাল ঘটনার পরপরই দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে উদ্ধার হওয়া কর্মীদের মধ্যে আরও পাঁচ জনের মৃত্যু হয়। এর জেরে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৭ জন প্রাণ হারালেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘোঘম্বা তালুকের রঞ্জিতনগর গ্রামের কাছে অবস্থিত গুজরাত ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের (জিএফএল) রাসায়নিক উৎপাদন কারখানায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। পঞ্চমহলের জেলা সদর দপ্তর গোধরার আধিকারিকরা জানান, বিধ্বংসী আগুনের আগে একটি বিশাল বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল। গোধরা, হালোল এবং কালোল শহরগুলির দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় অগ্নিকাণ্ডের খবর পেতেই। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান দমকলকর্মীরা।

বাতাসে বিষাক্ত গ্যাস থাকায় রাসায়নিক কারখানার আশপাশের ৫ কিলোমিটার এলাকা ঘিরে রাখে প্রশাসন। হালোল ডিভিশনের পুলিশ সুপার এই রাঠোড় বলেন, ‘মোট ৩০ জনকে উদ্ধার করা হয়েছিল কারখানা থেকে। তাদের মধ্যে ৭ জন মারা গিয়েছেন। ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।’

বন্ধ করুন
Live Score