জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় মৃত্যু হয়েছেন একাধিক। এর পাশাপাশি সেই ঘটনায় জখম হয়েছেন প্রায় ২০০ জন। সেই জখম ব্যক্তিদের মধ্যে ৭ জন ভারতীয়ও আছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে তিনজন ভারতীয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বার্লিনের ভারতীয় দূতাবাস আহত ভারতীয়দের সম্ভাব্য সব রকম সহায়তাও দিচ্ছে। (আরও পড়ুন: 'ভারতকে খাটো করে দেখবেন না', বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের)
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় স্যাক্সনি-আনহাল্ট প্রদেশের ম্যাগডেবার্গের একটি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে ৫০ বছর বয়সি এক ব্যক্তি তাঁর গাড়ি ঢুকে দেন এবং দ্রুত গতিতে সেই রাস্তায় থাকা মানুষদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। এই হামলায় এখনও পর্যন্ত পাঁচজন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। এই ঘটনাকে জার্মান কর্তৃপক্ষ 'ইচ্ছাকৃত' বলে অভিহিত করেছে। এদিকে জার্মানিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকেও এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে এই হামলাকে 'ভয়ঙ্কর ও কাণ্ডজ্ঞানহীন' বলে নিন্দা জানিয়েছে ভারতীয় দূতাবাস। পাশাপাশি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, আহত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রকও। দিল্লির বক্তব্য, 'আমরা জার্মানির ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটে ভয়াবহ ও কাণ্ডজ্ঞানহীন হামলার নিন্দা জানাই। বেশ কয়েকজন এই হামলায় তাঁদের মূল্যবান প্রাণ হারিয়েছেন। এবং অনেকে আহত হয়েছেন। আমরা তাদের জন্যে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্তদের জন্যে আমরা প্রার্থনা করছি। আমাদের মিশন আহত ভারতীয়দের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।'
জার্মান পুলিশ প্রকাশ্যে সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেনি। তবে বেশ কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যম ওই চিকিৎসকের প্রথম নাম 'তালেব এ' বলে দাবি করেছে। তিনি সৌদি আরব থেকে জার্মানিতে এসেছিলেন। বিগত প্রায় ২ দশক ধরে সেই দেশেই আছেন তিনি। তিনি পেশায় ডাক্তার। সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপিতে বিশেষজ্ঞ এই 'তালেব এ'। ওই চিকিৎসক নিজেকে 'প্রাক্তন মুসলিম' হিসেবে বর্ণনা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) ইসলামের সমালোচনা করে টুইট ও রিটুইট শেয়ার করে থাকেন। জার্মানির অভিবাসন নীতির সমালোচনা করতেন তিনি। এই আবহে কেন এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে যে ম্যাগডেবার্গে ভিড়ে ঠাসা রাস্তায় প্রবল গতিতে গাড়ি চালিয়ে আসার ঘটনা ঘটেছে, সেই শহরের ৪০ কিলোমিটার দক্ষিণে বার্নবার্গ নামে একটি জায়গায় প্র্যাকটিস করতেন এই 'তালেব এ'।