ছত্তিশগড়ের নারায়ণপুরে শুক্রবার গুলির লড়াইতে নিহত হয়েছে ৭ মাওবাদী। দুই পক্ষের গুলির লড়াইতে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান। ছত্তিশগড়ের নারায়ণপুরের এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওরছা এলাকা সংলগ্ন গোবেল গ্রামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির যুদ্ধ শুরু হয় মাওবাদীদের। এর আগে, মাওবাদী দমনের উদ্দেশে যৌথ বাহিনী পদক্ষেপ করে এলাকায়।
( Modi on EVM Video : 'EVM জিন্দা হ্যায় ইয়া মর গ্যায়া...',বিরোধীদের খোঁচা দিয়ে যা বললেন মোদীর)
বস্তার রেঞ্জের ইনসপেক্টর জেনারেল সুন্দরেজ পি জানিয়েছেন,' সকালে নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর এবং কোন্ডাগাঁও পুলিশের একটি যৌথ অভিযান নারায়ণপুর এবং দান্তেওয়াড়া সীমান্ত এলাকায় হয়। গোবেল ও মুগেদি গ্রামের জঙ্গলে তারা মুখোমুখি হয়েছিল এবং সংঘর্ষ সারাদিন চলতে থাকে। এনকাউন্টার থামানোর পর অস্ত্রসহ সাত মাওবাদীর দেহ উদ্ধার হয়।' ওই গুলির যুদ্ধে ৩ জন জওয়ান আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, মাওবাদীদের বিষয়ক নানান নথি এবং অন্যান্য মাওবাদী সম্পর্কিত সামগ্রী উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার সাথে, রাজ্য জুড়ে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে এই বছর এ পর্যন্ত ১২৫ মাওবাদী নিহত হয়েছে। এর আগে নারায়ণপুর-বীজাপুর সীমান্ত এলাকা জুড়ে গত ২৩ মে জঙ্গলের মধ্য়ে যৌথ বাহিনীর অভিযান হয়। সেই ঘটনাতেও ৭ মাওবাদীর মৃত্যুর খবর আসে। তারও আগে ১০ মে, ১২ জন মাওবাদীর এনকাউন্টার হয় বীজাপুরে।