বাংলা নিউজ > ঘরে বাইরে > Morbi bridge collapse: সেতু ভেঙে একই পরিবারের সাতজনের মৃত্যু, বুকফাটা কান্না

Morbi bridge collapse: সেতু ভেঙে একই পরিবারের সাতজনের মৃত্যু, বুকফাটা কান্না

মৌরবির মচ্ছু নদীতে ব্রিজ ভেঙে মৃতদের খোঁজে চলছে তল্লাশি (ANI Photo) (ANI )

সূত্রের খবর, দুর্ঘটনার সময় অন্তত ৪০০-৫০০জন এই ব্রিজের উপর চেপে পড়েছিলেন। বহন ক্ষমতার চেয়ে অন্তত তিনগুণ লোকজন চেপে পড়েছিলেন ব্রিজে। আর কিছুক্ষণের মধ্যে সেই ব্রিজ হুড়মুড় করে ভেঙে পড়ে। বহু শিশু নদীতে ডুবে যায়।

ষড়ঙ্গী দত্ত

গুজরাটের মৌরবিতে মচ্ছু নদীতে ভেঙে পড়েছিল কেবল ব্রিজ। অন্তত ১৩২জনের মৃত্যু। ভয়াবহ ঘটনা। বহু মহিলা, শিশু, বয়স্ক মানুষের মৃত্য়ু হয়েছে। একের পর এক সংসার একেবারে শেষ হয়ে গিয়েছে এই দুর্ঘটনায়। প্রিয়জনকে হারিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জামনগর জেলায় একই পরিবারের অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, একে একে দেহগুলিকে উদ্ধার করে আনা হচ্ছে নদীর পাড়ে। সারি সারি লাশ। প্রিয়জনকে হারিয়ে বুকফাটা কান্নায় ভারী হচ্ছে গুজরাটের বাতাস। জামনগরের ওই পরিবারের পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে এই সেতু বিপর্যয়ের জেরে।

ইংরেজ আমলের এই ব্রিজ। মাঝেমধ্যেই এই ব্রিজের সংস্কার হয়েছে। শেষবার সংস্কারের জন্য এই ব্রিজটি অন্তত ৬ মাস ধরে বন্ধ ছিল। এরপর ২৬ অক্টোবর ব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। আর তারপরই এই ভয়াবহ বিপর্যয়।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় অন্তত ৪০০-৫০০জন এই ব্রিজের উপর চেপে পড়েছিলেন। বহন ক্ষমতার চেয়ে অন্তত তিনগুণ লোকজন চেপে পড়েছিলেন ব্রিজে। আর কিছুক্ষণের মধ্যে সেই ব্রিজ হুড়মুড় করে ভেঙে পড়ে। বহু শিশু নদীতে ডুবে যায়।

এদিকে একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলা ও শিশুরা প্রাণ বাঁচানোর জন্য কেবলগুলিতে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিন্তু তবুও রক্ষা পাননি অনেকেই। ব্রিজের উপর থেকে একজনের উপর আর একজন পড়ে যান।

বন্ধ করুন