বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi: ৭ বিরোধী সাংসদকে আম উপহার পাকিস্তানের, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ BJP-র

Rahul Gandhi: ৭ বিরোধী সাংসদকে আম উপহার পাকিস্তানের, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ BJP-র

৭ বিরোধী সাংসদকে আম উপহার পাকিস্তানের, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ BJP-র (PTI)

পাকিস্তানের দূতাবাসের তরফে রাজ্যসভার সাংসদ কপিল সিবাল, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর, সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লাহ নাদভি, জিয়াউর রহমান বার্গ এবং সাংসদ ইকরা হাসান ও গাজিপুরের সাংসদ আফজাল আনসারিকে আম পাঠানো হয়েছে।

বাংলাদেশ যখন জ্বলছে, ঠিক সেই মুহূর্তে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ ৭ বিরোধী সাংসদকে আম পাঠিয়েছে পাকিস্তান। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেছে বেছে কেন বিরোধী সাংসদদের পাকিস্তান আম পাঠাল? তাই নিয়ে প্রশ্ন তুলে রাহুলকে আক্রমণ করেছে বিজেপি। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

আরও পড়ুন: বিদেশি শক্তি কলকাঠি নাড়তেই কি বাংলাদেশে হাসিনার পতন? জয়শংকরকে প্রশ্ন রাহুলের

পাকিস্তানের দূতাবাসের তরফে রাজ্যসভার সাংসদ কপিল সিবাল, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর, সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লাহ নাদভি, জিয়াউর রহমান বার্গ এবং সাংসদ ইকরা হাসান ও গাজিপুরের সাংসদ আফজাল আনসারিকে আম পাঠানো হয়েছে। এ নিয়ে রাহুলকে আক্রমণ করে গিরিরাজ বলেন, ‘কিছুদিন আগে রাহুল গান্ধী বলেছিলেন যে তিনি নাকি উত্তর প্রদেশের আম পছন্দ করেন না। পাকিস্তান দূতাবাস এখন রাহুল গান্ধীকে আম পাঠিয়েছে। তাই এখন রাহুলের বলা উচিত তিনি আর কী কী জিনিস পছন্দ করেন না।’ এরপরেই প্রধানমন্ত্রী মোদীকে  ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য রাহুল পাকিস্তানের সাহায্য পাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন গিরিরাজ। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর বলা উচিত যে তিনি মোদীকে সরানোর জন্য পাকিস্তানের কাছে কিছু চেয়েছেন কিনা।’

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরও বিষয়টি নিয়ে রাহুলকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘রাহুল উত্তরপ্রদেশের আম পছন্দ করেন না, তবে তিনি পাকিস্তান থেকে আসা আম নিয়ে বেশ উত্তেজিত বলেই মনে হচ্ছে।’বিজেপির অমিত মালব্যও বিরোধীদের আক্রমণ করেছেন। বেছে বেছে বিরোধী সাংসদদের কেন আম পাঠান হল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী, বিজেপি নেতাদের এবং কিছু মুখ্যমন্ত্রীদের কাছে আম পাঠিয়েছিলেন। এবিষয়ে এখন একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছিলেন, অন্যান্য দলের নেতারা উত্তরপ্রদেশের আম পছন্দ করেন না।

যদিও আমকে বহুকাল ধরেই কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর আগেও ভারতকে আম পাঠিয়েছে পাকিস্তান। ২০১৫ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকেও আম পাঠিয়েছিল পাকিস্তান। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রায় প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদীকে আম পাঠাতেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকেও আম পাঠিয়েছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.