কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম গত ১৮ দিনে ৩৬ শতাংশ এবং গত এক সপ্তাহের মধ্যেই ১৬ শতাংশ নেমে গিয়েছিল। এরই মাঝে শেয়ার বাজারের কারবারিদের মধ্যে কানাঘুষো শুরু হয়েছিল। অভিযোগ ওঠে, অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা মতিলাল ওসওয়ালের ব্রোকাররা নাকি ঘুষ নিয়ে বিনিয়োগকারীদের জোর করে কল্যাণ জুয়েলার্সের শেয়ার কিনতে বলেছেন। এভাবেই দীর্ঘদিন ধরে কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম বেড়ে চলেছিল। তবে এই এই অভিযোগ উঠতেই মতিলাল ওসওয়াল নিজে বিষয়টি নিয়ে নিজের বক্তব্য পেশ করেন। এবং তিনি মুখ খুলতেই কল্যাণ জুয়েলার্সের শেয়ার ২০ জানুয়ারি অনেকটাই ঘুরে দাঁড়ায়। তবে আজ ফের তা নিম্নমুখী।
সোমবার মতিলাল ওসওয়াল একটি বিবৃতি জারি করে বলেন, কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়ার শেয়ার নিয়ে অ্যাসেট ম্যানেজারদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর। বিবৃতিতে বলা হয়, 'আমাদের এমওএএমসি এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে, তা পুরোপুরি ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর। এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করছি আমরা। কয়েক দশক ধরে আমাদের সংস্থা এবং নেতৃত্ব যে সুনাম তৈরি করেছে তা নষ্ট করার জন্য স্বার্থান্বেষী ব্যক্তিরা ইচ্ছাকৃত ভাবে এই ভিত্তিহীন অভিযোগগুলি ছড়াচ্ছে।' এই আবহে সাধারণ বিনিয়োগকারীদের এই সব 'ভুল তথ্য এবং অনৈতিক প্রচেষ্টা' থেকে সতর্ক থাকতে বলেছে মতিলাল ওসওয়াল।
সোশ্যাল মিডিয়ায় সংস্থার বিবৃতি পোস্ট করে মতিলাল ওসওয়াল নিজে লেখেন, 'এই সব জল্পনায় কান দেবেন না। আমরা খুব দায়িত্ববান একটি সংস্থা। আমরা ৩৮ বছর ধরে সলিড ট্র্যাক রেকর্ড, নৈতিক প্রচেষ্টায় সব নিয়ম মেনে কাজ করেছি। আমরা গ্রাহকদের জন্যে কাজ করি। আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসা ৮০ লাখ গ্রাহকের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। ওয়ারেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্র্যাহামের একটি উক্তি আমার মনে পড়ছে - স্বল্প মেয়াদে মার্কেট হল ভোটিং মেশিন, আর দীর্ঘমেয়াদে মার্কেট হল ওজন মাপার মেশিন।' এদিকে মতিলালের বিবৃতির পরই কল্যাণ জুয়েলার্স বেশ কিছুটা ঘুরে দাঁড়ায়। গতকাল একলাফে ৭.৫২ শতাংশ বেড়ে গিয়েছিল এই সংস্থার শেয়ারের দাম। এর ফলে ৫৩৯.৪০ টাকায় পৌঁছে যায় কল্যাণ জুয়েলার্সের দাম। তবে আজ ফের ৮ শতাংশ নেমে যায় এই সংস্থার শেয়ার। এর জেরে ৪৯০-এর ঘরে পৌঁছে যায় এর দর। উল্লেখ্য, বিগত সময়ে শেয়ার বাজারে ঝড়ের গতিতে ছড়েছিল কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম। ২০২১ সালে শেয়ার বাজারে অভিষেক ঘটিয়েছিল এই সংস্থার শেয়ার। তারপর থেকে ৯৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল এর দাম।
২০২৫ সালের ২ জানুয়ারি এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ ৭৯৪.৬ টাকায় উঠে গিয়েছিল। এরপর থেকে গত প্রায় ২ সপ্তাহ ধরে ৩৬ শতাংশ পড়েছে এই সংস্থার শেয়ারের দাম। এরই মাঝ অভিযোগ উঠেছিল, কল্যাণ জুয়েলার্স নাকি কয়েকজন ফান্ড ম্যানেজারকে ঘুষ দিয়ে নিজেদের সংস্থার শেয়ারের দাম চড়িয়েছিল। এদিকে দাবি করা হয়েছিল, কল্যাণ জুয়েলার্সে আয়কর হানাও হয়েছিল। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছিল এই সোনার গয়না বিক্রেতা সংস্থা।