কাকভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ওড়িশায়। ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তায় যাওয়ার সময় একটি ট্রাকে ধাক্কা মারল মারুতি ভ্যান। তারফলে মৃত্যু হয়েছে ৭ কীর্তনিয়ার। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন ৫ জন। শনিবার ভোরে ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলায়। ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় দৃশ্যমানতা কম ছিল। সেই কারণে কীর্তনিয়ার একটি দল বোঝাই করে নিয়ে যাওয়া মারুতি ভ্যানটির চালক বুঝতে না পেরে ট্রাকে ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু অন্তঃসত্ত্বা–সহ তিনজনের, মালবাজারের জাতীয় সড়কে সংঘর্ষ
পুলিশ জানিয়েছে, সুন্দরগড়ের কান্দাধুদা এবং সমরপিন্ডা গ্রামের কীর্তনিয়ার ওই দলটি একটি মারুতি ভ্যানে করে শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য ছত্তিশগড়ের চাকাবাহালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা মারে। এরফলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। তড়িঘড়ি উদ্ধার করে বাকিদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে আহত অবস্থায় মারা যান আরও একজন।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে। মারুতি ভ্যানটি যাচ্ছিল এমসিএল-টোপারিয়া রোড ধরে। সেই রোডের ধারেই দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে মারুতি ভ্যান। এরফলে ঘটস্থলেই মারা যান চালক সহ ৬ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও মারুতি ভ্যানটি বেশ জোরেই যাচ্ছিল। ফলে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দক্ষিণ-পশ্চিম রেঞ্জের ব্রিজেশ রাই জানান, আহতদের হেমাগিরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ভ্যান চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখতে পারেননি। এদিকে, দুর্ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তা আটকে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। তাদের দাবি, মৃতের পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে।