বাংলা নিউজ > ঘরে বাইরে > সমুদ্র পথে পাচার হওয়ার আগেই খাবারের অভাবে মৃত ৭ রোহিঙ্গা

সমুদ্র পথে পাচার হওয়ার আগেই খাবারের অভাবে মৃত ৭ রোহিঙ্গা

খাবারের অভাবে মৃত ৭ রোহিঙ্গা। প্রতীকী ছবি (AP)

উদ্ধারের পর খাবার ও জল সংকটে অসুস্থ হয়ে পড়া তিনজন পুরুষ ও চারজন নারী নিহত হন৷ তাছাড়া উদ্ধার হওয়া আরও ছয়জন চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে৷

মানবপাচারকারীদের মাধ্যমে সাগর পাড়ি দিতে গিয়ে খাবার ও জল সংকটের কারণে সাতজন রোহিঙ্গা নিহত হয়েছেন৷ মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানায়৷ মানবপাচারকারীদের মাধ্যমে সাগর পাড়ি দিতে গিয়ে খাবার ও জল সংকটের কারণে সাতজন রোহিঙ্গা নিহত হয়েছেন৷ মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানায়৷

এএফপির খবরে বলা হয়, পাচারকারীদের সহায়তায় ৬৫ জন রোহিঙ্গার একটি দল ঝুকিপূর্ণভাবে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল৷ সোমবার সকালে মিয়ানমারের সমুদ্ররক্ষীরা দেশটির দক্ষিণের শহর পেপোনের নিকটবর্তী সমুদ্রে নৌকোয় ভাসমান দেখতে পেয়ে তাদের উদ্ধার করে৷

এসব রোহিঙ্গা কোথা থেকে বা ঠিক কখন সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷ তবে সমুদ্রে পাড়ি দিতে গিয়ে তারা খাবার ও জল সংকটে ভুগছিলেন বলে জানা গেছে৷ উদ্ধারের পর খাবার ও জল সংকটে অসুস্থ হয়ে পড়া তিনজন পুরুষ ও চারজন নারী নিহত হন৷ তাছাড়া উদ্ধার হওয়া আরও ছয়জন চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে৷

খবরে বলা হয়, অভিযানে চারজন পাচারকারীকে আটক করেছেন মিয়ানমারের সমুদ্ররক্ষীরা৷ তাছাড়া, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে অন্য ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ অবশ্য মিয়ানমারের রাষ্ট্রীয় বার্তাসংস্থা উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাকে ‘বাঙালি' বলে উল্লেখ করেছে৷ মিয়ানমারের জান্তা সরকার ও দেশটির অনেক গণমাধ্যমে রোহিঙ্গাদের ‘বাঙালি' হিসেবে চিহ্নিত করে থাকে৷

জাতিগত এই পরিচয় নিয়ে মিয়ানমারের আরাকানে বসবাসরত এই রোহিঙ্গারা দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে আসছেন৷ নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি তারা আরাকানে স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অমানবিক জীবন যাপন করছেন৷

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী তাদের উপর হত্যা, নির্যাতন চালালে প্রায় আট লাখ রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নেয়৷ কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের অনেকেই ছোট ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া-সহ কাছাকাছি অন্যান্য দেশে পোঁছনোর চেষ্টা করে থাকেন৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে ২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.