বাংলা নিউজ > ঘরে বাইরে > রাতারাতি এক ধাক্কায় ৭ হাজার বেড়ে গেল কোভিডে মৃতের সংখ্য়া, চেপে ধরেছেন বিরোধীরা

রাতারাতি এক ধাক্কায় ৭ হাজার বেড়ে গেল কোভিডে মৃতের সংখ্য়া, চেপে ধরেছেন বিরোধীরা

রাতারাতি বাড়িয়ে দেওয়া হল কেরলে কোভিডে মৃতদের সংখ্য়া (ফাইল ছবি)  (AFP PHOTO.) (HT_PRINT)

বিরোধীদের একাংশের দাবি, কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তাছাড়া ডেথ সার্টিফিকেটে কোভিড লেখা না থাকলেও অন্যান্য নথি ঠিক থাকলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পেতে পারেন।

এক ধাক্কায় বেড়ে গেল কোভিডে মৃতের সংখ্যা। আরও সাত হাজার জনের নাম কোভিডে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। সরকারের দাবি, নানা কারনে বাদ পড়ে গিয়েছিল তাঁদের নাম। এদিকে এর জেরে কেরলে কোভিডে মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৭২ থেকে বেড়ে হয়ে গেল ৩৩ হাজার ৭২জন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বিধানসভায় জানিয়েছেন, নানা ধরনের সার্টিফিকট সহ নানা টেকনিক্যাল ইস্যুতে এই মৃতদের নাম বাদ পড়ে গিয়েছিল। সেই ৭ হাজার জনের নাম কোভিডের মৃতদের তালিকা যুক্ত করা হয়েছে। এদিকে বিরোধীদের দাবি, মৃতের সংখ্যা কম করে দেখিয়ে মৃত্যুর হার কম দেখানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু সেটা সফল হল না। তবে স্বাস্থমন্ত্রী এই দাবি মানতে চাননি।

এদিকে বিরোধীদের দাবি, বার বার এনিয়ে বলা হয়েছে সরকারকে। কিন্তু সরকার জানিয়েছে আইসিএমআরের নির্দেশ মেনেই সব করা হচ্ছে। কিন্তু তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হল? এদিকে বিরোধীদের একাংশের দাবি, কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তাছাড়া ডেথ সার্টিফিকেটে কোভিড লেখা না থাকলেও অন্যান্য নথি ঠিক থাকলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পেতে পারেন। এরপরই প্রচুর আবেদন জমা পড়েছে। আর তারপরই কার্যত মৃতের সংখ্যা বাড়িয়ে দিতে বাধ্য হল সরকার। বিরোধীদের দাবি, ইচ্ছা করে সরকার এভাবে মৃতের সংখ্য়া চেপে দিয়েছিল। কোনও সরকারের এটা করা উচিৎ নয়। দাবি বিরোধী দলনেতা ভিডি সাথিসানের। চিকিৎসক ডঃ এসএস লাল বলেন, সরকার ধীরে ধীরে ভুল স্বীকার করছে। 

 

ঘরে বাইরে খবর

Latest News

পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.