বাংলা নিউজ > ঘরে বাইরে > কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের ৭১ প্রকাশক

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের ৭১ প্রকাশক

কলকাতা বইমেলা। ফাইল ছবি

এবার বইমেলার থিম দেশ হল স্পেন। দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘স্পেনের প্যাভিলিয়ন হবে অভিনব। পরিবেশের কথা ভেবে, পুনরায় ব্যবহার করা যায়, এমন সব জিনিস দিয়ে প্যাভিলিয়ন বানানো হচ্ছে।’

কলকাতা বইমেলায় যোগ দেবেন বাংলাদেশের ৭১ জন প্রকাশক। আসবেন গায়ক-গায়িকা এবং সাহিত্যিকরাও। আগামী ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে বসবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আসর। সেখানেই বাংলাদেশের জন্য আলাদা প্যাভিলিয়ন থাকবে। সেই প্যাভিলিয়নে যোগ দেবেন বাংলাদেশের ৭১ জন প্রকাশক।

বইমেলার অন্যতম সংগঠক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ডয়চে ভেলেকে জানিয়েছেন, 'আমরা সবচেয়ে বড় প্যাভিলিয়ন বাংলাদেশকে দিই। বাংলাদেশ এবার থিম দেশ নয়। তা সত্ত্বেও বড় প্যাভিলিয়ন থাকছে ওদের জন্য। বাংলা একাডেমি তো থাকছেই। সেই সঙ্গে বাংলাদেশের প্রমুখ প্রকাশকরাও যোগ দেবেন।' শুধু প্রকাশকরাই নন, আসছেন বাংলাদেশের সাহিত্যিক ও গাইয়েরাও। ত্রিদিব বলেছেন, 'রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিনরা আসবেন। আরও কয়েকজন সঙ্গীতশিল্পী আসবেন।' ত্রিদিব জানিয়েছেন, 'সাহিত্যিকদের মধ্যে আনিসুল হক, সাদাত হোসেন, সেলিনা হোসেনের মতো ১২ থেকে ১৪ জন সাহিত্যিক আসবেন।'

রাশিয়া আছে, ইউক্রেন নেই

বইমেলায় অন্যবারের মতো রাশিয়া আছে, কিন্তু ইউক্রেন নেই। আছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, কিউবা, অন্য ল্যাটিন অ্যামেরিকার দেশগুলির বইয়ের প্রকাশকরা। বইমেলার সংগঠক সুধাংশু কুমার দে ডয়চে ভেলেকে বলেছেন, 'থাইল্যান্ড এই প্রথমবার কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে।'

প্রশ্ন চিল, রাশিয়াকে নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে, বিশেষত এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে? ত্রিদিব জানিয়েছেন, 'রাশিয়া প্রতিবারই বইমেলায় যোগ দেয়। এবারও দিচ্ছে। ইউক্রেন কোনোবারই আসে না। এবারও আসছে না। এর সঙ্গে যুদ্ধের কোনও যোগ নেই। সাহিত্যিকরা চিরকালই যুদ্ধবিরোধী। বইমেলার সঙ্গে যুদ্ধের দূরতম যোগও নেই।' এছাড়া ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশকরাই বইমেলায় আসছেন।

থিম দেশ স্পেন

এবার বইমেলার থিম দেশ হল স্পেন। দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডয়চে ভেলেকে জানিয়েছেন, 'স্পেনের প্যাভিলিয়ন হবে অভিনব। পরিবেশের কথা ভেবে, পুনরায় ব্যবহার করা যায়, এমন সব জিনিস দিয়ে প্যাভিলিয়ন বানানো হচ্ছে। স্পেন থেকে প্রচুর সাহিত্যিক ও প্রকাশক আসছেন। ভারতীয় প্রকাশকদের সঙ্গে তারা আলোচনায় বসবেন।'

রিডাও একটা অভিনব প্রস্তাবও দিয়েছেন। তা হল, ভারত থেকে স্প্যানিশ ভাষায় বইবের করা। তার জন্য স্পেনের সরকার অর্থও দেবে। স্পেনের বইয়ের অনুবাদ যেমন প্রকাশ করা হবে। তেমনই মূল স্প্যানিশ ভাষার বইও প্রকাশিত হবে। রাডিওর কথায়, আমরা ভারতের সঙ্গে স্থায়ী সাংস্কৃতিক ও সাহিত্যিক সম্পর্ক চাই।

বইমেলায় নতুন

বইমেলায় এবার এশিয়াটিক সোসাইটি পুরনো পুঁথির একটি স্টল দেবে। সেখানে এশিয়াটিক সোসাইটির কাছে থাকা দুর্লভ পুঁথি দেখতে পারবেন সাধারণ মানুষ। ত্রিদিব ও সুধাংশুর দাবি, পুঁথির প্রদর্শণী এবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

এবারের বইমেলা হবে গতবারের তুলনায় অনেকটা বড়। সল্টলেকের সেন্ট্রাল পার্কের এলাকাটা বইমেলা প্রাঙ্গণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বইমেলা প্রাঙ্গণের বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং স্পেনের একজন সাহিত্যিক।

ত্রিদিব জানিয়েছেন, এই প্রথমবার বইমেলা পুরোপুরি ডিজিটাল হবে। মেলার প্রতিটি অনুষ্ঠান, আলোচনা তো বটেই, বইমেলায় বিভিন্ন স্টলের আলোচনা, বইপ্রকাশের মতো ইভেল্ট সরাসরি ডিজিটাল মাধ্যমে লাইভে দেখানো হবে।

ঘরে বাইরে খবর

Latest News

ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের টসে জিতল Pakistan , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.