বাংলা নিউজ > ঘরে বাইরে > Independence Day 2022: আজ ভারতের ৭৫ তম নাকি ৭৬ তম স্বাধীনতা দিবস? কনফিউশন দূর করতে রয়েছে সহজ ফর্মুলা

Independence Day 2022: আজ ভারতের ৭৫ তম নাকি ৭৬ তম স্বাধীনতা দিবস? কনফিউশন দূর করতে রয়েছে সহজ ফর্মুলা

শ্রীনগরে স্বাধীনতা দিবস। (ছবি সৌজন্যে পিটিআই)

Independence Day 2022: আজ কি ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে? নাকি আজ ৭৬ তম স্বাধীনতা দিবস? তা নিয়ে অনেকেই কনফিউশন হয়েছে।

আজ ৭৫ তম স্বাধীনতা দিবস নাকি ৭৬ তম স্বাধীনতা দিবস? তা নিয়ে অনেকেই দোটানায় পড়ে গিয়েছেন। তবে বিষয়টা একেবারে সহজ। ২০২২ সালে স্বাধীন ভারতের বয়স ৭৫ পূর্ণ হল এবং এবার ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে।

কীভাবে? ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীন হয়েছে। অর্থাৎ ১৯৪৮ সালের ১৫ অগস্ট স্বাধীন ভারত এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পা রেখেছিল। সেজন্য ১৯৪৮ সালের ১৫ অগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। 

আরও পড়ুন: Independence Day Celebration Old pictures: সাদা-কালো থেকে রঙিন - লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের বিবর্তন, দেখুন ছবিতে

একইভাবে ১৯৫৬ সালে দশম, ১৯৬৬ সালে বিংশ স্বাধীনতা দিবস পালন করেছিল ভারত। ১৯৯৬ সালের ৫০ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল। ১৯৯৭ সালে স্বাধীন ভারতের বয়স ৫০ হয়েছিল। সেভাবেই ২০২১ সালের ১৫ অগস্ট ৭৫ তম স্বাধীনতা পালন করা হয়েছিল। এবার স্বাধীন ভারত ৭৫ বছর পূর্ণ করে ৭৬ বছরের দিকে পা ফেলল।

লালকেল্লা থেকে মোদী কী কী বললেন?

  • প্রধানমন্ত্রী মোদী: ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ভারত প্রমাণ করেছে যে ভারতের অপরিসীম ক্ষমতা রয়েছে। ৭৫ বছরের যাত্রায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
  • প্রধানমন্ত্রী মোদী: 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছি। ১৪ অগস্ট আমরা দেশভাগের ভয়াবহতার কথা স্মরণ করেছি। আজ দেশের সেই সমস্ত নাগরিকদের স্মরণ করার দিন, যাঁরা এই ৭৫ বছরে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখেছেন।
  • প্রধানমন্ত্রী মোদী: আশা, আকাঙ্খার মধ্যে আমরা সকলের চেষ্টায় এখানে পৌঁছেছি। ২০১৪ সালে ভারতীয় নাগরিকরা যখন আমায় দায়িত্ব দিয়েছিলেন, তখন আমি স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হয়েছিলাম, যিনি লালকেল্লা থেকে দেশবাসীর গুণগান করার সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন: Independence Day 2022: 'সেই দিনটাই ছিল উৎসবের', প্রথম স্বাধীনতা দিবস কেমন কেটেছিল পরানের?

  • প্রধানমন্ত্রী মোদী: আমরা যখন স্বাধীনতা অর্জন করি, তখন অনেক আমাদের উন্নয়নের গতিপথ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁরা জানতেন না যে এদেশের মানুষের মধ্যে আলাদা কিছু আছে। তাঁরা জানতেন না যে ভারতের মাটি বিশেষ।
  • প্রধানমন্ত্রী মোদী: আমাদের ৫টি বড় সংকল্প নিয়ে হাঁটতে হবে। এই সংকল্পগুলির মধ্যে একটি হবে উন্নত ভারত। দ্বিতীয়ত, দাসত্বের কোনও অংশ যেন দেশের কোনও কোণে না থাকে। এখন আমাদের ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে যাতে আমরা দাসত্বের চিন্তাভাবনা ভুলে এগোতে পারি। এই দাসত্বের চিন্তাভাবনা আমাদের শক্ত করে ধরে রেখেছে। দাসত্বের ক্ষুদ্রতম বিষয়গুলি থেকেও মুক্তি পেতে হবে আমাদের।

বন্ধ করুন