বাংলা নিউজ > ঘরে বাইরে > 7th pay commission: ১ জুলাই থেকে বাড়ছে DA, আপনি কত পাবেন, হিসাব করে নিন চটপট

7th pay commission: ১ জুলাই থেকে বাড়ছে DA, আপনি কত পাবেন, হিসাব করে নিন চটপট

আগামী ১ জুলাই থেকে বাড়ছে ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর)। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

আগামী ১ জুলাই থেকে বাড়ছে ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর)।

আগামী ১ জুলাই থেকে বাড়ছে ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর)। সেই সুবিধা পাবেন প্রায় ৫২ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬০ লাখের মতো কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা সুবিধা পাবেন। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত যে ডিএ বা ডিআর বকেয়া পড়ে আছে, তাও তিন দফায় মিটিয়ে দেওয়া হবে।

নয়া হারে ডিএ বা ডিআর প্রদানের বিষয়টি কার্যকর হওয়ার পর বেতন বা পেনশন কত হবে? ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএমের সচিব (স্টাফ সাইড) শিবপ্রকাশ মিশ্র জানিয়েছেন, এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যে পেনশন পান, তার ভিত্তিতেই হিসাব করলেই মিলবে নয়া বেতন বা পেনশনের অঙ্ক।

তিনি বলেন, ‘ডিএ পুনরায় চালু হওয়ার পর (করোনাভাইরাস পরিস্থিতিতে ডিএ বাড়ানো হয়নি) মাসিক বেতন কত বাড়বে, তা হিসাব করার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিজেদের মাসিক বেতন খুঁটিয়ে দেখতে হবে। যা সপ্তম বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত হয়। মাসিক বেতন খুঁটিয়ে দেখার পর তাঁদের বর্তমান ডিএ দেখতে হবে। আপাতত তা ১৭ শতাংশ আছে। ডিএ ফের চালু হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে ২৮ শতাংশ। অর্থাৎ মাসিক ডিএ ১১ শতাংশ বাড়বে। চলতি বছরের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেসিক বেতনের (বেসিক স্যালারি) ১১ শতাংশ বাড়বে ডিএ।’ তিনি জানান, একই ফর্মুলায় ডিআর হিসাব করা যাবে।

সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা ক্যালকুলেটর (7th pay commission DA calculator):

যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ২০,০০০ টাকা হয়, তাহলে জুলাই থেকে তাঁর ডিএ বেড়ে দাঁড়াবে ৫,৬০০ টাকা (২০,০০০ টাকার ২৮ শতাংশ)। অর্থাৎ ২,২০০ টাকা বাড়বে মহার্ঘ ভাতা (২০,০০০ টাকার ২৮ শতাংশ)। সেভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিজেদের মহার্ঘভাতার হিসাব করতে পারবেন।

ঘরে বাইরে খবর

Latest News

বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.