দীক্ষা ভরদ্বাজ এবং রাজীব জয়সওয়াল
করোনাভাইরাসের জেরে তিন কিস্তির যে ডিয়ারনেস রিলিফ (ডিআর) স্থগিত রাখা হয়েছিল, তার বকেয়া অর্থ দেওয়া হবে না। তেমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে অবহিত দুই আধিকারিক। তাঁরা জানিয়েছেন, বকেয়া অর্থ দেওয়ার আর্জি জানিয়েছিলেন পেনশনভোগীরা। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। পাশাপাশি বকেয়া ডিয়ারনেস অ্যালোয়েন্সও (ডিএ) দেওয়া হবে না।
এক আধিকারিক জানিয়েছেন, করোনাভাইরাসের সময় স্থগিত থাকা ডিএ ও ডিআরের বকেয়া অর্থ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছিল। কিন্তু পেনশন সংক্রান্ত নিয়ম পর্যালোচনার জন্য স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক কর্তা স্পষ্ট করে দিয়েছেন যে ‘এরিয়ার’ বা বকেয়া অর্থ দেওয়া হবে না। সোমবার যে বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দফতরে ইমেল করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এক আধিকারিক জানিয়েছেন, ডিএ এবং ডিআর দেওয়ার বিষয়টি মন্ত্রকের আওতায় পড়ে না।
আরও পড়ুন: 7th Pay Commission: একলাফে বেসিক পে ৮,০০০ টাকা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?
এমনিতে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এপ্রিলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত করে দেওয়া হয়েছিল। ২০২০ সালের ১ জানুয়ারি ও ১ জুলাই এবং গত বছরের ১ জানুয়ারিতে ডিএ বাড়ানো হয়নি। গত বছর অগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যসভায় লিখিত জবাবে জানিয়েছিলেন, ডিএ এবং ডিআর স্থগিত রাখার ফলে প্রায় ৩৪,৪০২ কোটি টাকা বেঁচে গিয়েছে। সেই জবাবের আগেই অবশ্য গত বছরের জুলাইয়ে একলপ্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল। পরবর্তীতে আরও দু'দফায় বৃদ্ধির ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩৪ শতাংশ হারে যথাক্রমে ডিএ এবং ডিআর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা।
তবে তিন কিস্তির স্থগিত থাকা ডিএ এবং ডিআরের বকেয়া অর্থ বা ‘এরিয়ার' দেওয়া হয়নি। সেই পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের তরফে নিদেনপক্ষে পেনশনভোগীদের বকেয়া অর্থ দেওয়ার আর্জি জানানো হয়েছিল। ওই সংগঠনের সদস্যদের বক্তব্য, পেনশনভোগীদের তো উপার্জনের আর কোনও উপায় নেই। তাই তাঁদের বিষয়টি বিবেচনা করা হোক। যদিও সেই আর্জি খারিজ করে দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: 7th Pay Commission- মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির সুবিধা পাবেন এই পেনশনভোগীরা