কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) তিন শতাংশ বাড়ানো হল। সেইসঙ্গে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআরও (DR) বাড়ানো হয়েছে তিন শতাংশ। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে ডিআর পাবেন পেনশনভোগীরা।
আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর (DR) হিসাবের ক্ষেত্রে ২০০১ সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হত। যদিও সেই হিসাবের ধরণ পালটে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় নয়া সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তি বছর হিসেবে ২০১৬ সালকে ধরা হয়। পুরনো সর্বভারতীয় মূল্যসূচক এবং নয়া সর্বভারতীয় মূল্যসূচকের কাঠামোর ব্যবধানে ঘোচানোর জন্য ২.৮৮-এর লিঙ্কিং ফ্যাক্টর ব্যবহার করা হয়। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে সেভাবেই সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআরের (DR) হিসাব করা হয়।
বুধবার সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআরের (DR) যে বাড়ানো হয়েছে, তা গত বছরের ১২ মাসের সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তিতে ডিএ বা ডিআরের হিসাব করা হয়।
কত হবে ডিএ এবং ডিআর কত বাড়বে? (7th Pay Commission DA and DR Calculator)
২০২২ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) হবে = [(৩৪০+৩৪৩+৩৪৪+৩৪৬+৩৪৭+৩৫০+৩৫৪+৩৫৪+৩৫৫+৩৬০+৩৬২+৩৬২)/১২]- (২৬১.৪)*১০০/২৬১.৪]