বাংলা নিউজ > ঘরে বাইরে > 7th Pay Commission DA, HRA Demand: ‘আন্দোলনে অংশ না নিলে...’ DA আন্দোলন ঠেকাতে মুলোর টোপ ঝোলাল সরকার, নামছে খড়্গ

7th Pay Commission DA, HRA Demand: ‘আন্দোলনে অংশ না নিলে...’ DA আন্দোলন ঠেকাতে মুলোর টোপ ঝোলাল সরকার, নামছে খড়্গ

কেন্দ্রীয় হারে ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) দাবিতে আন্দোলন শুরু করেছেন ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা। সেই ক্ষোভ অনায়াসে থামবে বলে মনে হচ্ছে না। কর্মীরা কাজ ছেড়ে বিক্ষোভ করছেন। এর কারণে অফিসগুলিতে নীরবতা বিরাজ করছে। আন্দোলনের কারণে স্কুলে পড়ালেখা, বিচারের কাজ, রাজস্ব সংক্রান্ত কাজে ব্যাঘাত ঘটছে। এই আবহে কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে সরকার।

অন্য গ্যালারিগুলি