7th Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীর মৃত্যুর পরে পরিবার কত পেনশন পাবে?
1 মিনিটে পড়ুন . Updated: 17 Jul 2021, 09:53 PM ISTসম্প্রতি, কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রয়াণের পর পরিবার কর্তৃক প্রাপ্ত পেনশন সংক্রান্ত নিয়ম পরিবর্তিত হয়েছে।
সম্প্রতি, কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রয়াণের পর পরিবার কর্তৃক প্রাপ্ত পেনশন সংক্রান্ত নিয়ম পরিবর্তিত হয়েছে।
করোনার পরিস্থিতিতে, কেন্দ্রীয় সরকার কর্মীদের সম্পর্কিত বেশ কিছু বিধিতে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে পেনশনও।
সম্প্রতি, কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রয়াণের পর পরিবার কর্তৃক প্রাপ্ত পেনশন সংক্রান্ত নিয়ম পরিবর্তিত হয়েছে। নয়া নিয়মে কর্মচারীর পরিবার আরও কিছুটা সুবিধা পাবে।
নয়া নিয়ম
একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সর্বশেষ প্রদত্ত পেনশনের ৫০ শতাংশ পাবে তাঁর পরিবার। তবে এর জন্য তাঁর অন্তত ৭ বছর চাকরি করা থাকতে হবে। সরকারি কর্মচারীর জীবনাবসানের পরে প্রাপ্ত পেনশন সংক্রান্ত বেশ কিছু বাধ্যবাধকতা সরিয়ে দেওয়া হয়েছে। আগের নিয়মে অনেক কর্মচারীর পরিবারই ৫০ শতাংশ পেনশন পেতেন না।
সম্প্রতিদীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হয়েছে। চলতি বছরের জুলাই থেকে তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাবেন। যা এতদিন ১৭ শতাংশ ছিল।এর পাশাপাশি এইচআরএ অর্থাত্ কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মচারী উপকৃত হতে চলেছেন। একই সঙ্গে ডিআর অর্থাৎ মহামারীর ভাতাও পাবেন তাঁরা। এর ফলে ৬২ লক্ষেরও অধিক পেনশনভোগীরা উপকৃত হবেন।