মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা। আর এরই মধ্যে, সরকারের তরফে এবার সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। রিপোর্ট অনুযায়ী, ম্যাট্রিক্স এবং বেতন স্তর অনুসারে কর্মচারীদের পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা বছর নির্ধারণের নিয়মগুলি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
1/4নয়া বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে লেভেল ১ থেকে লেভেল ২-তে পদোন্নতির জন্য সরকারি কর্মচারীর ন্যূনত ৩ বছরের সার্ভিস থাকা বাধ্যতামূলক। একই ভাবে লেভেল ২ থেকে ৩ – ৩ বছর, লেভেল ২ থেকে লেভেল ৪ – ৮ বছর, লেভেল ৩ থেকে ৪ – ৫ বছর, লেভেল ৪ থেকে ৫ – ৫ বছরের ন্যূনতম সার্ভিস অত্যাবশ্যক। (ছবি সৌজন্য এএনআই)
2/4এদিকে লেভেল ৪ থেকে ৬ পদোন্নতির জন্য ১০ বছর, লেভেল ৫ থেকে ৬ – ৬ বছর, লেভেল ৬ থেকে ৭ – ৫ বছর, লেভেল ৬ থেকে ৮ – ৬ বছর, লেভেল ৬ থেকে ৯ – ৮ বছর, লেভেল ৬ থেকে ১০ – দশ বছর, লেভেল ৬ থেকে ১১ – ১২ বছর ন্যূনতম সার্ভিস প্রয়োজন। (ছবি সৌজন্য পিটিআই)
3/4তাছাড়া লেভেল ৭ থেকে ৮ পদোন্নতির জন্য ২ বছর, লেভেল ৭ থেকে ৯ বছর – ৩ বছর লেভেল ৭ থেকে ১০ – ৫ বছর, লেভেল ৭ থেকে ১১ ৯ বছর, লেভেল ৮ থেকে ৯ – ২ বছর, লেভেল ৮ থেকে ১০ – ৪ বছর, লেভেল ৮ থেকে ১১ – ৮ বছর, লেভেল ৯ থেকে ১০ – ২ বছর, লেভেল ৯ থেকে ১১ – ৭ বছরের ন্যূনত সার্ভিস অত্যাবশ্যক। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
4/4লেভেল ১০ থেকে ১১ এবং লেভেল ১১ থেকে ১২-তে পদোন্নতির জন্য ন্যূনতম ৫ বছরের সার্ভিস প্রয়োজন। লেভেল ১১ থেকে ১৩ পদোন্নতির জন্য ১০ বছর, লেভেল ১২ থেকে ১৩ – ৫ বছর, লেভেল ১২ থেকে ১৩এ – ৬ বছর, লেভেল ১৩ থেকে ১৩এ- ২ বছর, লেভেল ১৩ থেকে ১৪ – ৩ বছর, লেভেল ১৩এ থেকে ১৪ – ২ বছর, লেভেল ১৪ থেকে ১৫ – ৩ বছর, লেভেল ১৫ থেকে ১৬ – ১ বছর, লেভেল ১৫ থেকে ১৭ – ২ বছর, লেভেল ১৬ থেকে ১৭ – ১ বছরের ন্যূনতম সার্ভিস অত্যাবশ্যক। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)