বিহারে বেতন পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা। এমনই দাবি করা হল ইন্ডিয়া টুডের রিপোর্টে। জানা যায়, ২০২৫ সালের শুরুতেই 'কমপ্রিহেনসিভ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ২.০' চালু করেছিল বিহার সরকর। তবে এই সফটওয়্যার সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। এই আবহে প্রযুক্তিগত ত্রুটির জেরে আটকে গিয়েছে প্রায় ৮ লক্ষ কর্মীর বেতন। এমনকী খোদ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেও বেতন ঢোকেনি। পাশাপাশি বিধায়ক, মন্ত্রীরাও সময় মতো বেতন পাননি। এছাড়া ৩ লাখ আঞ্চলিক কর্মী, ৫ লক্ষ শিক্ষক, ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মী ডিসেম্বর ও জানুয়ারির বেতন পাননি। (আরও পড়ুন: SBI, PNB এবং অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলিতে এখন কত সুদ মিলছে FD-তে, রইল তালিকা)
আরও পড়ুন: ২.৮৬ নয়, ২ হলেই হয়... গ্রেড ধরে ধরে জানুন কত বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন
উল্লেখ্য, প্রতি মাসে কর্মীদের বেতন দিতে ৬ হাজার কোটি টাকা খরচ করতে হয় সরকারকে। তবে ত্রুটিগত সমস্যার জেরে বিগত দুই মাস ধরে বেতন আটকে লাখ লাখ সরকারি কর্মীদেক। এই আবহে গত ২৭ ডিসেম্বর জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই সমস্যর সমাধান হয়ে যাবে। কিন্তু দুই মাস পার করেও এখনও সেই সমস্যার সমাধান হয়নি। (আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের বিবৃতিতে বদহজম, 'ব্যর্থতা ঢাকতে' বাংলাদেশ বলছে…)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কি এবার সিবিআই-এর উলটো সুর শুভেন্দুর গলায়? বিরোধী দলনেতা বললেন…
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে কমপ্রিহেনসিভ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছিল বিহার সরকার। এরই নবতম সংস্করণ এই বছরে চালু করা হয়। তবে তাতেও সমস্যা মেটেনি। দুই মাস হয়ে গিয়েছে, কারোর অ্যাকাউন্টে এখনও বেতন ক্রেডিট হয়নি। কবে তাঁরা বেতন পাবেন, তা কিছুই জানেন না লাখ লাখ কর্মীরা। (আরও পড়ুন: এই ধরনের জমি বিক্রিতে পাওয়া যায় কর ছাড়, তবে রয়েছে কিছু 'শর্ত', জানুন বিশদ)
আরও পড়ুন: মোদীর সফরের আগে ফের শুল্ক নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, সঙ্গে তৈরি ‘সাসপেন্স’
আরও পড়ুন: বাংলাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩০৮, চলছে ‘ন্যারেটিভ’ বদলের চেষ্টা?
এদিকে প্রযুক্তিগত ত্রুটির জন্যে সরকারি কর্মীদের বেতন আটকানোর আগে ডিএ নিয়ে সুখবর শুনিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গত নভেম্বর মাসে নীতীশ জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে ৩ শতাংশ হারে। ২০২৪ সালের জুলাই মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে বলেও জানিয়েছিলেন তিনি। আর তার ফলে সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৩ শতাংশ। এর অর্থ, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই তাঁরা মহার্ঘ ভাতা পাওয়ার কথা বিহারের রাজ্য সরকারি কর্মীদের।