শীঘ্রই সম্পূর্ণ মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত মাসেই দেশের ৫২ লাখ কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যসভায় লিখিতভাবে এ বিষয়ে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে সম্পূর্ণ ডিএ-এর সুবিধা পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।
রাজ্যসভায় লিখিত উত্তরে অনুরাগ জানান, তিন মাসের বকেয়া ডিএ অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে। তাছাড়া আগামী ১ এপ্রিল থেকে নয়া হারে ভাতা প্রদান করা হবে। তার আগে পর্যন্ত ডিএ ফ্রিজ করে রেখেছে কেন্দ্র সরকার।
7th Pay Commission-এর বেতন
অনুরাগ ঠাকুরের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে বাড়ছে ডিএ। আগের ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হারে পর্যন্ত বাড়তে পারে ডিএ। এই ১১ শতাংশ বৃদ্ধির মধ্যে থাকছে জানুয়ারি থেকে জুন ২০২০ সালের ৩% বর্ধিত ডিএ। ধরা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরের ৪% বৃদ্ধি। তাছাড়া অন্তিম ত্রৈমাসিক অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪% বর্ধিত ডিএ। ফলে, সপ্তম পে কমিশনে ডিএ বাড়বে অনেকটাই।
ডিএ-এর খবরে স্বস্তিতে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা
মহার্ঘ ভাতা আটকে দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও। তাঁদেরও ডিএ আগামী ১ জুলাই থেকে বৃদ্ধি পাবে।