বাংলা নিউজ > ঘরে বাইরে > 8 Congress MLAs in Goa Joins BJP: গোয়ায় কংগ্রেসে রইল বাকি ৩, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ৮ বিধায়ক হাতে তুললেন পদ্ম

8 Congress MLAs in Goa Joins BJP: গোয়ায় কংগ্রেসে রইল বাকি ৩, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ৮ বিধায়ক হাতে তুললেন পদ্ম

গোয়ায় কংগ্রেসের আট বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন।

এর আগে জুলাই মাসেও গোয়ায় কংগ্রেস বিধায়কদের দলবদল নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। গত ৯ জুলাই রাতে একটি হোটেলে জড়ো হয়ে পরেরদিন বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কংগ্রেসের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। এর জেরে একাধিক বিধায়ক আর সাহস করে এগোতে চাননি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত এবং বিরোধী দলের নেতা মাইকেল লোবো সহ গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক আজ বিজেপিতে যোগ দেন। এর জেরে গোয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা নেমে দাঁড়াল তিনে। আজকে সকালেই দিগম্বর কামাত, মাইকেল লোবোরা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন। এদিকে নিয়ম অনুযায়ী কংগ্রেসের দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক দল ছাড়ায় তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসেও গোয়ায় কংগ্রেস বিধায়কদের দলবদল নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সূত্রের খবর, দিগম্বর কামাত এনিয়ে দিল্লিতে নেতাদের সঙ্গে আলোচনাও সেরে রেখেছিলেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে তিনি গেরুয়া নেতাদের সঙ্গে দেখাও করেছিলেন। এই আবহে আশ্বাস দেওয়া হয়েছিল যে দল ভেঙে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে ২ জনকে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সূত্রের খবর, গত ৯ জুলাই রাতে একটি হোটেলে জড়ো হয়ে পরেরদিন বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কংগ্রেসের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। এর জেরে একাধিক বিধায়ক আর সাহস করে এগোতে চাননি।

তবে জুলাইতে সেই সংকট মোচন করলে সেপ্টেম্বরে ব্যর্থ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ‘বিদ্রোহী’ আট বিধায়ককে সেবার বুঝিয়ে শুনিয়ে দলে রাখতে সক্ষম হয়েছিল কংগ্রেস। তবে সেপ্টেম্বর আসতে আসতে ফের কংগ্রেসের হাত ছাড়ার সিদ্ধান্ত নেন সেই আট বিধায়ক। এই আবহে আজকে সকালে কংগ্রেসের আট বিধায়ক দেখা করেন প্রমোদ সাওয়ান্তের সঙ্গে। 

এদিকে কংগ্রেস বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘আমি আজ বিজেপিতে যোগদানকারী 8 জন বিধায়ককে স্বাগত জানাই... কংগ্রেস 'ভারত জোড়ো যাত্রা' শুরু করেছে, কিন্তু আমি মনে করি 'কংগ্রেস ছাড়ো যাত্রা' গোয়া থেকে শুরু হয়েছে। সারা দেশের মানুষ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে।’

বন্ধ করুন