বাংলা নিউজ > ঘরে বাইরে > Hezbollah- Israel Clash: লেবাননে ৮ ইজরায়েলি সেনার মৃত্যু, ধ্বংস করা হল তিনটি ট্যাঙ্ক, লড়াই চরমে

Hezbollah- Israel Clash: লেবাননে ৮ ইজরায়েলি সেনার মৃত্যু, ধ্বংস করা হল তিনটি ট্যাঙ্ক, লড়াই চরমে

হিজবুল্লাহ আর ইজরায়েলি ফোর্সের সংঘর্ষে সমস্যায় পড়েছেন অনেকেই। REUTERS/Amr Abdallah Dalsh (REUTERS)

হিজবুল্লাহ বলেছে, বুধবার তারা তিনটি ইজরায়েলি ট্যাংক ধ্বংস করেছে যখন সেগুলো লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামের দিকে অগ্রসর হয়।

ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের এক বছরের মধ্যে লেবানন ফ্রন্টে ইজরায়েলের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে চিহ্নিত হয়েছে ইজরায়েলি সামরিক বাহিনীর জন্য। এসবের মধ্যেই নতুন করে খবর আসছে, লেবাননের ৮ ইজরায়েলি সেনার মৃত্যু।

‘ক্যাপ্টেন এইতান ইতজাক ওস্টার, ক্যাপ্টেন হেরেল এটিঙ্গার, ক্যাপ্টেন ইতাই এরিয়েল গিয়াত, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলে, সার্জেন্ট ফার্স্ট ক্লাস বা মন্তজুর, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন, স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফ এবং স্টাফ সার্জেন্ট ইডো ব্রোয়ার, সবাই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় নিহত হয়েছেন,’ ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স-এ পোস্ট করেছে।

ইজরায়েল দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করার মাত্র একদিন পরে হতাহতের খবর পাওয়া গেল, যা তার উত্তর ফ্রন্টে সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। উভয় পক্ষ পৃথক বিবৃতিতে চলমান লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করার পর লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে হিজবুল্লাহ জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে ইজরায়েলি সেনারা।

হিজবুল্লাহ দাবি করেছে, তিনটি ইজরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে

হিজবুল্লাহকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী অ-রাষ্ট্রীয় সামরিক গোষ্ঠী হিসাবে ব্যাপকভাবে পরিচিত, বুধবারের লড়াইয়ে তিনটি ইজরায়েলি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে।

হিজবুল্লার মতে, ট্যাংকগুলো সীমান্তের কাছে মারাউন আল-রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। ইজরায়েলি সামরিক সূত্রগুলো ট্যাংকের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ না করলেও জানিয়েছে, বিমান হামলার সহায়তায় তাদের স্থল বাহিনী খুব কাছ থেকে হিজবুল্লা যোদ্ধাদের হত্যা করেছে।

লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা ও কামান পাঠিয়ে ইজরায়েল যখন ওই অঞ্চলে তার বাহিনী জোরদার করছে তখন সর্বশেষ এই উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে, হিজবুল্লা ও হামাস উভয়ের সমর্থনকারী ইরান এই সংঘাতে আরও জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইজরাইলের সমর্থনে ওই অঞ্চলে সামরিক সম্পদ মোতায়েন করেছে, যা আন্তর্জাতিক সংশ্লিষ্টতার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

হিজবুল্লা ইজরায়েলে রকেট হামলা বন্ধ না করা এবং শান্তি ফিরে না আসা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইজরায়েল। হিজবুল্লা বলেছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে ইজরায়েলি বিমান হামলায় বহু নারী ও শিশুসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.