বাংলা নিউজ > ঘরে বাইরে > Independence day 2022: অমিত শাহের মন্ত্রকের পদকে সম্মানিত হতে চলেছেন পশ্চিমবঙ্গের ৮ পুলিশকর্মী

Independence day 2022: অমিত শাহের মন্ত্রকের পদকে সম্মানিত হতে চলেছেন পশ্চিমবঙ্গের ৮ পুলিশকর্মী

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (ANI Photo/Amit Shah Twitter) (Amit Shah Twitter)

সবচেয়ে বেশি নাম রয়েছে সিবিআই আধিকারিকদের। এই সংস্থার ১৫ জনকে পদক দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্র পুলিশের ১১ জন এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এই দুই বিজেপি শাসিত রাজ্যের ১০ জন পুলিশ কর্মীকে সম্মান দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।

প্রতিবছর স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক দিয়ে পুলিশ কর্মীদের সম্মানিত করা হয়। তদন্তের ক্ষেত্রে কৃতিত্বের জন্য এই সমস্ত পুলিশ কর্মীদের সম্মানিত করে থাকে কেন্দ্র। এ বছরও স্বাধীনতা দিবসে একাধিক রাজ্যের পুলিশ কর্মীকে সম্মানিত করা হবে। আর সেই তালিকায় রয়েছে পশ্চিমবাংলার ৮ জন পুলিশ কর্মী। এই পদকের জন্য আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পুলিশ কর্মী-সহ ১৫১ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এই তালিকায় তদন্তের ক্ষেত্রে কৃতিত্বের জন্য সবচেয়ে বেশি নাম রয়েছে সিবিআই আধিকারিকদের। এই সংস্থার ১৫ জনকে পদক দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্র পুলিশের ১১ জন এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এই দুই বিজেপি শাসিত রাজ্যের ১০ জন পুলিশ কর্মীকে সম্মান দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। পশ্চিমবঙ্গ ছাড়াও বিজেপি বিরোধী কেরল এবং রাজস্থানের আট জন পুলিশকর্মীকে এই পদক দিয়ে সম্মাননা দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে রাজ্য পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনী সুপারিশের ভিত্তিতে পদপ্রাপ্তদের নাম কেন্দ্রে পাঠানো হয়।

এর পাশাপাশি নবান্নের তরফে স্বাধীনতা দিবসে ১২ জন আইপিএস অফিসারকে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পুলিশ আধিকারিকদের সম্মান তুলে দেবেন। এর মধ্যে রয়েছে রাজ্য পুলিশের ডিজি, হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার, ডিআইজি এডিজি পদমর্যাদার অফিসারদের সম্মাননা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্ধ করুন