ডেভিড এল
মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলার পুলিশ শুক্রবার বাংলাদেশি নাগরিক অভিযোগে আটজনকে আটক করেছে। তারা অবৈধবভাবে ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ। তাদের নাম পাপ্পু শেখ( ২৭), আলিফ মাল( ৩৯), মাসিরুল ওঝা( ১৮), আরিফ শেখ( ৩৭), মাহেরুল খান( ১৯), আলিফ মণ্ডল(৩৫), ডালিয়া ওঝা ও ঝরিনা। তাদের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে।
এদিকে অভিযান চলাকালীন পাপ্পু আর আলিফের কাছ থেকে দুটি জীবন্ত সাপ উদ্ধার করা হয়েছে। সেগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
ওয়েস্ট গারো হিলস ডিস্ট্রিক্টের জেলা পুলিশ সুপার আব্রাহাম টি সাংমা জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও বন্যপ্রাণকে রক্ষা করা সংক্রান্ত আমাদের যে দায়বদ্ধতা সেটা এই অভিযানের মাধ্য়মে প্রমাণিত হয়। আমরা আইন অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছি। এই ভাবে অবৈধভাবে কেন তারা প্রবেশ করেছিল তার পেছনে কী কারণ রয়েছে সেটা দেখা হচ্ছে। তাদের সঙ্গে সম্ভাব্য আর কাদের যোগাযোগ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
কেন তারা সাপ রেখেছিল সঙ্গে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই সীমান্ত ঘেঁষা এলাকায় রাজ্য পুলিশও এনিয়ে সতর্ক।