বৃহস্পতিবার বিহারের মুঙ্গের জেলায় গঙ্গা তীরে এক ৮ বছরের শিশুর বিকৃত মৃতদেহ খুঁজে পেয়েছিল পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার ১২ জনকে আটক করল পুলিশ। আটক ব্যয়ক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে সেই বনাবালিকার উপর যৌন নির্যাতন বা তাকে ধর্ষণ করা হয়েছিল কি না সেই বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মুঙ্গের সদর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার নন্দিজী প্রসাদ এই তদন্তরারী দলের শীর্ষে রয়েছেন। এদিকে আটক ব্যক্তিদের পরিচয় দিতে অস্বীকার করেছে পুলিশ। তদন্তের স্বার্থেই এই বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে মৃত শিশুর কাকা অভিযোগ করেন যখন মৃতদেহ মেলে তখন শিশুর যৌনাঙ্গ রক্তাক্ত ছিল। তাছাড়া ডান চোখ খুবলে নেওয়া হয়েছিল। বাঁ চোখেও আঘাত করা হয়েছিল। মেয়েটির হাত-পায়ের বিভিন্ন হাড় ভাঙা ছিল। স্থানীয় এক সরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল সেই শিশুটি। এদিকে এই ঘটনার জেরে ফের একবার বিহারে মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়টি সামনে এসেছে। ২০১৯ সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বিহার ধর্ষণের ক্ষেত্রে ৩১ নম্বরে রয়েছে গোটা দেশে। তাছাড়া মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বিহার রয়েছে ২৮ নম্বরে।