বাংলা নিউজ > ঘরে বাইরে > বিদর্ভে ফের মৃত্যুমিছিল, গত ৭২ ঘণ্টায় ৯জন কৃষকের আত্মহত্যা

বিদর্ভে ফের মৃত্যুমিছিল, গত ৭২ ঘণ্টায় ৯জন কৃষকের আত্মহত্যা

বিদর্ভে ফের কৃষকদের মৃত্যু মিছিল। (প্রতীকী ছবি)

সূত্রের খবর চারজন কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা কীটনাশক খেয়েছেন বলে দাবি করা হচ্ছে। তিওয়ারি জানয়েছেন, বেশিরভাগই প্রান্তিক কৃষক। তাঁর দাবি, বর্তমান সরকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করুক। রবি মরসুমে সরকার কৃষকদের পাশে দাঁড়াক। না হলে সমস্য়া আরও বাড়বে।

প্রদীপ কুমার মৈত্র

ফের মহারাষ্ট্রের বিদর্ভে একের পর এক কৃষকের আত্মহত্যা। গত ৭২ ঘণ্টায় অন্তত ৯জন কৃষকের অস্বাভাবিক মৃত্যু। সূত্রের খবর, গত মাসে অতিবৃষ্টির জেরে খারিফ শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর তার জেরেই অবসাদ গ্রাস করে কৃষকদের। বিদর্ভ জন আন্দোলন সমিতি সেই ২০০০ সাল থেকে কৃষকদের আত্মহত্যা বিষয়টি তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরে। তাদের দাবি ১২জন কৃষক চলতি মাসেই চরম সিদ্ধান্ত নিয়েছেন। আর চলতি বছরে সেই জানুয়ারি মাস থেকে অন্তত ৫১২জন কৃষক বিদর্ভে আত্মহত্যা করেছেন।

শিবসেনার রাজ্য মুখপাত্র কিশোর তিওয়ারি জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাস থেকে অতিবৃষ্টির জেরে ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরেও তাঁরা ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত শস্যবীজ পাননি। এরপরেও ব্যাঙ্ক ও পাওনাদাররা তাদের ছাড়েনি।

গত ৭২ ঘণ্টায় যাঁরা আত্মহত্যা করেছেন বিদর্ভে তার মধ্যে পাঁচজন ইয়াবাতমাল এলাকা থেকে, তিনজন অমরাবতী থেকে ও একজন ভান্ডারা থেকে।মৃতদের মধ্য়ে যেমন ৩২ বছর বয়সী কৃষক রয়েছেন তেমনি ৭০ বছর বয়সী কৃষকও রয়েছেন।

সূত্রের খবর চারজন কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা কীটনাশক খেয়েছেন বলে দাবি করা হচ্ছে। তিওয়ারি জানয়েছেন, বেশিরভাগই প্রান্তিক কৃষক। তাঁর দাবি, বর্তমান সরকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করুক। রবি মরসুমে সরকার কৃষকদের পাশে দাঁড়াক। না হলে সমস্য়া আরও বাড়বে।

এদিকে ২০২১ সালে সব মিলিয়ে ১০৬৪জন কৃষক আত্মহত্যা করেছিলেন বলে খবর। তবে এবার সেই মৃত্যু মিছিল আগের বছরের সংখ্যাটাও ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

বন্ধ করুন