ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল কেরলের পালক্কড়ের ভারাক্কানচেরিতে। সরকারি বাসের পিছনে ধাক্কা মেরে উলটে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। যার মধ্যে ৫ জন পড়ুয়া এবং একজন শিক্ষক রয়েছেন। এছাড়াও ৩৪ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী এমবি রাজেশ।
দশমীতে দুঃসংবাদ, খাদে বাস পড়ে উত্তরাখণ্ডে মৃত্যু কমপক্ষে ২৫ জনের, উদ্ধার ২১
জানা গিয়েছে, এরনাকুলাম জেলার বাসেলিওস বিদ্যানিকেতনের পড়ুয়ারা শিক্ষকদের সঙ্গে একটি পর্যটন বাসে করে উঠি ভ্রমণে যাচ্ছিল। অন্যদিকে, কেরলের সরকারি বাসটি যাচ্ছিল কোয়েম্বাটুরের দিকে। দ্রুতগতিতে স্কুল পড়ুয়া বোঝাই পর্যটন বাসটি সরকারি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় ঘটে বিপত্তি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ৫৪৪ নম্বর জাতীয় সড়কের কাছে সরকারি বাসের পিছনে ধাক্কা মারে ওই পর্যটন বাসটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্কুল পড়ুয়া বোঝাই ওই বাস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। দ্রুত হতাহতদের উদ্ধার করে পালক্কড় জেলা হাসপাতাল, আলথুর তালুক হাসপাতাল এবং ত্রিশুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের মধ্যে ৫ জন হল স্কুলের পড়ুয়া, একজন শিক্ষক এবং তিনজন সরকারি বাসের যাত্রী রয়েছেন। স্থানীয় প্রশাসনিক সূত্রে খবর, এখনও ৫ জনের অবস্থা গুরুতর। তাদের এখনও হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর রাত অবধি চলে উদ্ধারকার্য। যার ফলে দীর্ঘক্ষণ ধরে রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায়।