বাংলা নিউজ > ঘরে বাইরে > ৮০% কেসে ৭২ ঘণ্টার মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং শেষ করতে বাংলা সহ নয় রাজ্যকে বলল কেন্দ্র

৮০% কেসে ৭২ ঘণ্টার মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং শেষ করতে বাংলা সহ নয় রাজ্যকে বলল কেন্দ্র

ক্যালকাটা মেডিক্যাল কলেজের চিত্র (PTI)

এদিন মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাত, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও জম্মু কাশ্মীরের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেন রাজীব গৌবা ও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

বেড়েই চলছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। গত দুই সপ্তাহে ৮৯ শতাংশ কেস এসেছে নয় রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে। সেই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে এদিন বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। কেন্দ্রের তরফ থেকে এদিন বলা হয়েছে যে টেস্টিং বৃদ্ধি করা দরকার ও আরও ভালো ভাবে ট্রেসিং করা দরকার, যাতে সংক্রমণ রোখা যায়। 

এদিন মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাত, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও জম্মু কাশ্মীরের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেন রাজীব গৌবা ও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব যে সব জেলায় মৃত্যুহার খুব বেশি, সেগুলির ওপর জোর দেন। টেস্টিং, কন্ট্যাাক্ট ট্রেসিং, কনটেনমেন্ট, হোম আইসোলেশন, সার্ভেলেন্স, হসপিটাল বেড, অক্সিজেন ও ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবার ভারতে করোনা কেসের সংখ্যা ৭৫ হাজারের বেশি ছিল, যা সারা বিশ্বে সর্বোচ্চ। 

ক্যাবিনেট সচিব বলেছেন ঠিক ভাবে কনটেনমেন্ট, কন্ট্যাক্ট ট্রেসিং ও সার্ভেলেন্স করতে হবে রাজ্যদের। ৮০ শতাংশ নতুন কেসের ক্ষেত্রে ঘনিষ্ট কন্ট্যাক্টদের ট্রেসিং ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে, বলে কেন্দ্র জানিয়েছে। যে সব জেলায় হটস্পটে টেস্ট পজিটিভ রেট ৫ শতাংশের বেশি, সেখাবে প্রতি দশ লক্ষ মানুষে প্রতি দিন কম করে ১৪০ জনের টেস্ট করাতে হবে, বলে নির্দেশ কেন্দ্রের। 

জনসমক্ষে বেডের সংখ্যা ও অ্যাম্বুলেন্স সম্পর্কিত তথ্য তুলে ধরতেও জানিয়েছে কেন্দ্র। রাজ্যরা জানিয়েছে করোনা রোধে তারা কী করছে, কোন কোন ক্ষেত্রে প্রতিকুলতা দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যা কমানোর জন্য ঝুঁকিপূর্ণ কেসগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখার কথা বলেছে কেন্দ্র। 

ঘরে বাইরে খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.