বাংলা নিউজ > ঘরে বাইরে > জরুরি অবস্থা অসাংবিধানিক, লুঠ হওয়া সম্পদের ক্ষতিপূরণ চেয়ে মামলা বৃদ্ধার

জরুরি অবস্থা অসাংবিধানিক, লুঠ হওয়া সম্পদের ক্ষতিপূরণ চেয়ে মামলা বৃদ্ধার

জরুরি অবস্থাজারি অসাংবিধানিক ঘোষণা করার দবি ও ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করলেন ৯৪ বছর বয়েসি এক বিধবা।

জরুরি অবস্থা জারি হলে শুল্ক আইন ফাঁকি দেওয়ার অভিযোগে সারিনের দোকানে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দামি সামগ্রী, গয়না ও মূল্যবান শিল্পকীর্তি বাজেয়াপ্ত করা হয়।

১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করা এবং তাঁর স্বামীর ব্যবসায় লুঠপাট চালিয়ে অর্থ আত্মস্যাতের নালিশ জানিয়ে সুপ্রিম কোর্টে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করলেন ৯৪ বছর বয়েসি এক বিধবা। 

গত চার দশক ধরে চূড়ান্ত অর্থকষ্টে সপরিবারে ভোগার কারণে গত সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালতের কাছে সুবিচার চেয়ে আবেদন করেছেন বীরা সারিন নামে ওই বৃদ্ধা। মামলায় একটি পক্ষ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। তবে এখনও এই মামলার শুনানি শুরু হয়নি। 

জানা গিয়েছে, ১৯৫৭ সালে জহরত ও শিল্পকলা ব্যবসায়ী এইচ কে সারিনের সঙ্গে বিয়ে হয় বীরার। তাঁর স্বামীর দিল্লির করোল বাগ ও কনট প্লেসে চালু ব্যবসা ছিল। 

১৯৭৫ সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা জারি হলে শুল্ক আইন ফাঁকি দেওয়ার অভিযোগে সারিনের দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় প্রচুর পরিমাণে দামি সামগ্রী, গয়না ও মূল্যবান শিল্পকীর্তি বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে এইচ কে সারিনকে বিদেশি মুদ্রা ও পাচার আইনে আটক করা হয়। 

ছাড়া পাওয়ার পরেও তাঁর বাড়ি ও দোকানে সরকারি নির্দেশে হানা লেগেই থাকে, যার জেরে বাধ্য হয়ে সমস্থ স্থাবর সম্পত্তি ফেলে দেশ ছাড়তে বাধ্য হন সারিন। বীরা সারিন অভিযোগ করেছেন, এখনও তাঁর স্বামীর অধিকাংশ সম্পত্তি বাজেয়াপ্ত অবস্থায় রয়েছে।

আবেদনপত্রে তিনি বাজেয়াপ্ত করা সম্পত্তির জন্য ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছেন। 

প্রসঙ্গত, ১৯৭৭ সালে আবেদনকারীর স্বামীর বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেয় সরকার। দিল্লি হাই কোর্ট ২০১৪ সালে রায় দেয়, ওই গ্রেফতারি পরোয়ানা অবৈধ। 

ঘরে বাইরে খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.