রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। এবছর ২৬ জানুয়ারির অনুষ্ঠানে মোট ৯৪২ জনকে তাঁদের সাহসিকতার জন্য মেডেল প্রদান করা হবে। এঁদের মধ্যে রয়েছেন - পুলিশ, দমকল, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
এর পাশাপাশি, জম্মু ও কাশ্মীর পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার এবং প্রাক্তন পুলিশ সুপার রাকেশ বালওয়ালকেও বীরত্ব মেডেল প্রদান করা হবে। ২০২২ সালের জুন মাসে শ্রীনগরের বেমিনা এলাকায় এক পাকিস্তানি জঙ্গি এবং তার কাশ্মীরি সহযোগীকে নিকেশ করেছিলেন এই দু'জন। নিহত জঙ্গি ও তার সঙ্গী অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা করেছিল।
বর্তমানে বিজয় কুমার দিল্লি পুলিশে কর্মরত রয়েছেন এবং রাকেশ বালওয়াল তাঁর নতুন দায়িত্ব সামলাচ্ছেন মণিপুরে। উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলার তদন্তের সঙ্গেও যুক্ত ছিলেন রাকেশ। সেই সময় তিনি ছিলেন এনআইএ-র সদস্য।
এবছর সব মিলিয়ে মোট ৯৫টি বীরত্ব মেডেল প্রদান করা হবে। যার মধ্যে অধিকাংশ পাচ্ছেন সিআরপিএফ-এর সদস্যরা। তাঁদের ঝুলিতে যাচ্ছে এমন ১৯টি মেডেল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। তারা এবার ১৫টি বীরত্ব মেডেল (মেডেল ফর গ্য়ালান্ট্রি অথবা জিএম) পাচ্ছে।
এই মেডেলের গুরুত্ব ও সম্মান অপরিসীম। কারণ, অত্যন্ত বিরল পরিস্থিতিতে যাঁরা অসীম সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং জীবন ও সম্পদ রক্ষা করেন, তাঁদেরই এই মেডেল দেওয়া হয়। যাঁরা কর্তব্য পালনের খাতিরে নিজের জীবন বাজি রাখেন, বিভিন্ন বাহিনীর এমন সদস্যদেরই এই মেডেল দিয়ে সম্মানিত করা হয়।
শনিবার এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, 'যে ৯৫ জনকে এবার জিএম দেওয়া হচ্ছে, তাঁদের মধ্য়ে ২৮ জন কট্টর বামপন্থী অধ্যুষিত এলাকায় কাজ করেছেন। ২৮ জন কাজ করেছেন জম্মু ও কাশ্মীরে। তিনজন রয়েছেন উত্তর-পূর্বের এলাকা থেকে এবং বাকি ৩৬ দেশের অন্যান্য প্রান্তে তাঁদের অসীম সাহসিকতার নজির স্থাপন করেছেন।'
ওই বিবৃতিতেই আরও জানানো হয়েছে, 'এবছর ২৬ জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুলিশ, দমকল, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স ও সংশোধনাগারের সঙ্গে যুক্ত মোট ৯৪২ জনকে মেডেল প্রদান করে সম্মানিত করা হবে।'
কেন্দ্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত যে উচ্চপদস্থ আধিকারিকরা এবছর মেডেল পাচ্ছেন, সেই তালিকায় রয়েছেন অমিত কুমার। যিনি বর্তমানে পুলিশের আইজি পদে রয়েছেন। এছাড়াও, এবছর স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর আকাশ জিন্দলকে মেডেল প্রদান করা হবে। মেডেল দ্বারা সম্মানিত করা হবে সিবিআই-এর যুগ্ম অধিকর্তা ঘনশ্য়াম উপাধ্যায়কেও।