চ্যাটজিপিটির মালিক সংস্থা ওপেন এআই-এর নিয়ন্ত্রণ পেতে ৯৭.৪ বিলিয়ন ডলাকর দর হাঁকল ইলন মাস্ক নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। ওপেনএআই সংস্থার নিয়ন্ত্রণ যে অলাভজনক সংস্থার হাতে, সেই সংস্থাকেই কিনে নিতে চাইছেন ইলন মাস্ক। উল্লেখ্য, ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেনএআই তৈরি করেছিলেন ইলন মাস্ক। তবে ওপেনএআই প্রযুক্তি জগতে 'বড় নাম' হয়ে ওঠার আগেই মাস্ক সেই সংস্থা ছেড়ে দিয়েছিলেন। পরে ২০২৩ সালে ইলন মাস্ক নিজের একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। সেটির নাম এক্সএআই। (আরও পড়ুন: DA নিয়ে আসবে সুখবর? পুরনো নিয়ম ফেরা নিয়ে জল্পনা, লাভ হতে পারে সরকারি কর্মীদের)
আরও পড়ুন: এবার মিশে যাবে 'পে লেভেল'? সরকারি কর্মীদের একাংশের পকেটে ঢুকবে বেশি টাকা?
এদিকে ইলন মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলার দরের জবাবে স্যাম অল্টম্যান পালটা কটাক্ষ ছুঁড়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, 'না, ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা গোটা টুইটার কিনে নিতে পারে ৯.৭৪ বিলিয়ন ডলারে।' উল্লেখ্য, মাস্ক এবং অল্টম্যানের বিবাদ সর্বজনবিদিত। তবে সাম্প্রতিককালে তা আরও বেড়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট হতেই ডেটা সেন্টার এবং পরিকাঠামো খাতে ১০০ বিলিয়ন ডলারের একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রকল্পে বিনিয়োগ হওয়ার কথা প্রইভেট খাতে। এবং ট্রাম্পের কথায়, এই প্রকল্পের বিনিয়োগের পরিমাণ ৫ গুণ বাড়তে পারে। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে স্যাম অল্টম্যানের ওপেনএআই, ওব়্যাকল, সফটব্যাঙ্কের মতো সংস্থা। ট্রাম্প এই বিনিয়োগকে ‘স্টারগেট’ হিসেবে চিহ্নিত করেন। তবে ট্রাম্পের ঘোষণার পরপরই এই প্রকল্প নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। আর যা নিয়ে এবার দ্বন্দ্ব তৈরি হয়েছিল মাস্ক এবং অল্টম্যানের মধ্যে। (আরও পড়ুন: দিল্লিতে জিতলেও পড়শি রাজ্যে ‘ফাটল’ BJP সরকারে? মন্ত্রীকে নোটিশ পাঠালেন সভাপতি)
আরও পড়ুন: হামাসকে কড়া বার্তা ট্রাম্পের, 'শর্ত' না মানলে সবকিছু ওলটপালট করে দেওয়ার হুমকি
এহেন পরিস্থিতিতে এবার স্যাম অল্টম্যান ইলন মাস্ককে তোপ দেগেছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মাস্ককে নিশানা করে অল্টম্যান লিখেছিলেন, 'হয়ত আর একটা টুইট, তারপর নিজেকে ভালোবাসবে।' এর আগে মাস্ক এই প্রকল্প নিয়ে একটি পোস্ট করে লিখেছিলেন, 'এআই প্রকল্পের জন্যে তাদের কাছে আসলে টাকা নেই। সফটব্যাঙ্কের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম আছে। আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি।' তবে মাস্কের এই দাবিকে খারিজ করেন অল্টম্যান। তাঁর কথায়, 'ও ভুল বলছে, আপনারা হয়ত সবাই ইতিমধ্যেই তা জানেন।' এই আবহে টেক্সাসে সেই ডেটা সেন্টারের নির্মাণস্থলে মাস্ককে আহ্বান জানান অল্টম্যান। এই আবহে ওপেনএআই প্রধান দাবি করেন, এই প্রকল্পটি দেশের জন্যে ভালো। আর মাস্ককে আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার জন্যে বার্তা দেন অল্টম্যান। (আরও পড়ুন: ঢাকায় বইমেলার স্টলে হামলা, 'জিহাদিরা পর্ন দেখে', তোপ তসলিমার, ইউনুসের সরকার বলল…)
আরও পড়ুন: মণিপুরে সময়ের মধ্যে নয়া CM খুঁজে পাবে BJP? নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন?
উল্লেখ্য, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গে মাস্কের বিরোধের কথা অনেকেরই জানা। চ্যাটজিপিটির বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠানের একাধিক আইনি লড়াইয়ে দুই শীর্ষ কর্তা বারবার বিরোধে জড়িয়েছেন। এদিকে ট্রাম্পের শপথের দিনে মাস্কের পাশাপাশি হোয়াইট হাউজে উপস্থিত ছিলেন স্যাম অল্ট্যানও। এই আবহে অল্টম্যানের সঙ্গে দ্বন্দ্বের আবহে এবার ওপেনএইআ-এর নিয়ন্ত্রণ পেতে উঠে পড়ে লেগেছেন মাস্ক।