বাংলা নিউজ > ঘরে বাইরে > 99th Mann ki Baat Highlights: অস্কার থেকে অনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপে জয়, দেশের নারীদের কুর্নিশ মোদীর

99th Mann ki Baat Highlights: অস্কার থেকে অনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপে জয়, দেশের নারীদের কুর্নিশ মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  (PTI)

মোদী আজ বলেন, 'দেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ভারতের নারী শক্তি। প্রযোজক গুনীত মঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেস তাঁদের তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর জন্য অস্কার জিতে দেশের জন্য খ্যাতি এনে দিয়েছেন। এই বছরের শুরুতে, ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল।'

আজ ৯৯তম মন কি বাত অনুষ্ঠানে দেশের নারীশক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন অঙ্গদান নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন মোদীর কথায় উঠে আসে শেফালি ভর্মা, গুনীত মঙ্গা এবং কার্তিকি গনসালভেস, গ্রুপ ক্য়াপ্টেন শৈলজা ধামিদের নাম। আজ অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী এমন সব ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, যাঁরা অঙ্গদান করে অন্যের জীবন বাঁচিয়েছেন। (আরও পড়ুন: মেঘের ওপর দিয়ে ১০০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত! বড় ঘোষণা রেলমন্ত্রীর)

অঙ্গদান প্রসঙ্গে এদিন মোদী বলেন, 'অঙ্গ দানের প্রক্রিয়াকে সহজ করতে সারা দেশে অভিন্ন নীতি তৈরি করা হচ্ছে। অনেক শর্তও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে একজন রোগী দেশের যে কোনও রাজ্যে গিয়ে অঙ্গ পাওয়ার জন্য নিজের নিবন্ধন করতে পারবেন। ২০১৩ সালে, দেশে অঙ্গ দানের ঘটনা পাঁচ হাজারেরও কম ছিল। ২০২২ সালে, সংখ্যাটি ১৫ হাজারেরও বেশি হয়েছে। অঙ্গ দান কাউকে জীবন দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে। কথিত আছে যে, একজন ব্যক্তি যখন মৃত্যুর পর নিজের দেহ দান করেন, তখন আট থেকে নয়জনের নতুন জীবন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।'

আরও পড়ুন: অনশন তোলার পরপরই ডিএ আন্দোলনকারীদের বড় শাস্তি, নয়া নির্দেশিকা জারি সরকারের

এদিকে দেশের নারীশক্তি এবং মহিলাদের কৃতিত্ব অর্জন নিয়ে কথা বলেন মোদী। তিনি বলেন, 'দেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ভারতের নারী শক্তি। প্রযোজক গুনীত মঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেস তাঁদের তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর জন্য অস্কার জিতে দেশের জন্য খ্যাতি এনে দিয়েছেন। এই বছরের শুরুতে, ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল।' এদিকে তুরস্কের ভূমিকম্পে ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মোদী গ্রুপ ক্য়াপ্টেন শৈলজা ধামির নাম নেন। উল্লেখ্য, শৈলজা দেশের প্রথম এয়ারফোর্স অফিসার। ৩০০০ ঘণ্টা ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে এই মহিলা অফিসারের। এরপর ভারতীয় সেনার ক্যাপ্টেন শিবা চৌহ্বানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনিই প্রথম মহিলা অফিসার যাঁকে সিয়াচেনে মোতায়েন করা হয়েছিল।

এদিকে দেশে সৌরশক্তি ব্যবহার নিয়েও এদিন কথা বলেন মোদী। তিনি বলেন, 'আমাদের দেশে সৌরশক্তির ব্যবহার বেড়েছে। সূর্যের মধ্যে যে শক্তি রয়েছে তা কাজে লাগানো হচ্ছে প্রযুক্তির মধ্যে। ভারতীয়রা দীর্ঘকাল ধরেই সূর্যদেবের উপাসনা করেন। বিশ্বের খুব কম জায়গাতেই এমন হয়।' এছাড়া মোদী আজ জানান, গুজরাটে তামিলনাড়ুর সংস্কৃতিকে উদযাপন করা হবে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' ধারণাকে আরও শক্তিশালী করতে। এছাড়া কাশ্মীরের ডাল লেকে পদ্ম চাষের বিষয়েও কথা বলেন মোদী। সবশেষে দেশবাসীকে কোভিড নিয়ে সতর্ক করেন মোদী। তিনি বলেন, 'দেশের বিভিন্ন প্রান্তে কোভিড সংক্রমণ বাড়ছে। আপনারা সাবধনতা অবলম্বন করুন। নিজেদের আশপাশ পরিষ্কার রাখুন। সমস্ত কোভিডবিধি মেনে চলুন।'

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.