সকালের খাবার সময় মতো না দেওয়ায় পুত্রবধূকে গুলি করে খুন করলেন শ্বশুর। অভিযুক্তের নাম কাশীনাথ পাটিল। ৭৬ বছর বয়সি এই বৃদ্ধ মহারাষ্ট্রের থানের রাবোডি থানার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে সে তার ৪২ বছর বয়সি পুত্রবধূকে গুলি করে বলে অভিযোগ। মহিলার পেটে গুলি লেগেছিল। ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বৃদ্ধ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রাবোডি থানার পুলিশ।
রাবোডি পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। তখন মৃত সীমা রাজেন্দ্র পাটিল সবার জন্য খাবার বানাচ্ছিলেন। সময়মতো নাস্তা না পেয়ে রেগে যান মৃতের শ্বশুর কাশীনাথ। কাশীনাথ পাটিলের বালির ব্যবসা আছে বলে জানা গিয়েছে। রাগের মাথায় কাশীনাথ রিভলবার বের করে তার পুত্রবধূর পেটে গুলি করে। মৃত সীমার ১৭ বছর বয়সি এক ছেলে আছে বলে জানা গিয়েছে।
রাবোডি থানার এক আধিকারিক বলেছেন, ‘ঘটনার সময় পরিবারের সকল সদস্য বাড়িতে ছিলেন৷ তারা অবিলম্বে মহিলাটিকে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়৷ অভিযুক্তের কাছে একটি লাইসেন্স করা বন্দুক আছে এবং পুত্রবধূকে গুলি করার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমরা তাকে ধরতে টিম গঠন করেছি এবং অভিযুক্তর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি।’