বাংলা নিউজ > ঘরে বাইরে > সাফাইকর্মীদের দিকে বন্দুক তাক করলেন ব্যবসায়ী, কারণ শুনলে হতবাক হয়ে যাবেন

সাফাইকর্মীদের দিকে বন্দুক তাক করলেন ব্যবসায়ী, কারণ শুনলে হতবাক হয়ে যাবেন

বন্দুক তাক করলেন এক ব্যবসায়ী। সংগৃহীত ছবি 

প্রথমে তিনি বাডির একতলায় যান। সেখান থেকে তিনি বন্দুক বের করে আনেন। এরপর তিনি বন্দুক বের করে তাদের দিকে তাক করেন। আর তখনই এলাকা থেকে চম্পট দেয় ওই সাফাই কর্মী।

ইন্দোরের এক ব্যবসায়ী। আচমকাই দেখা যায় বন্দুক তাক করে ফেলেছেন ওই ব্যবসায়ী। এমনকী ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। সবে পরে জানা যায় আবর্জনা নিয়ে সাফাই কর্মীদের সঙ্গে ঝামেলা। সেটা নিয়েই তিনি একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই ব্যক্তি। অভিযুক্তের নাম মহেশ প্যাটেল। তিনি একটি পেট্রল পাম্পের মালিক। তিনি আবার মধ্য প্রদেশের এক প্রাক্তন বিজেপি বিধায়কের আত্মীয়। তার সঙ্গে পুরসভার সাফাই কর্মীদের কোনও কারণে ঝামেলা হয়েছিল। এরপরই তিনি বন্দুক বের করে গুলি ছুঁড়তে শুরু করেন। এদিকে সাফাই কর্মীরা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

শনিবার এই ঘটনা হয়েছে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে প্যাটেলের বাডি়র বাইরে সাফাইকর্মীরা এসেছেন। সেখান থেকে তারা আবর্জনা সংগ্রহ করছেন। তখনই প্যাটেলের স্ত্রীর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। কারণ তাঁরা বলতে থাকেন ভিজে ও শুকনো বর্জ্য আলাদা করা হয়নি। আসলে বর্জ্য ব্য়বস্থাপনার জন্য শুকনো ও ভিজে বর্জ্যকে আলাদা করার কথা বলা হয়। আর এই বচসার মাঝেই বন্দুক নিয়ে হাজির হন প্যাটেল।

প্রথমে তিনি বাডির একতলায় যান। সেখান থেকে তিনি বন্দুক বের করে আনেন। এরপর তিনি বন্দুক বের করে তাদের দিকে তাক করেন। আর তখনই এলাকা থেকে চম্পট দেয় ওই সাফাই কর্মী।

এদিকে সেই ভিডিয়োতে দেখা যায় প্যাটেল তাদের দিকে বন্দুক তাক করেছেন। এরপর তার ছেলে বলছেন জ্য়ান্ত কবর দিয়ে দেব।

পরে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে। ব্যাপারটা মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু সাফাইকর্মীরা প্যাটেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে সাফাই কর্মীদের দাবি, বিজেপি বিধায়কের আত্মীয় হওয়ার জন্য পুলিশ কিছু করতে চাইছে না।

এদিকে ভিডিয়ো ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

সম্ভবত ওই ব্যবসায়ী যখন বন্দুক তাক করেছিলেন তখন দূর থেকে মোবাইলে কেউ ভিডিয়ো তুলে ফেলেন। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। তবে শেষ পর্যন্ত পুলিশ এনিয়ে কিছুটা হলেও নড়েচড়ে বসেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন