বাংলা নিউজ > ঘরে বাইরে > স্ত্রীর আধারকার্ড দেখিয়ে প্রেমিকার সঙ্গে হোটেলে ছিলেন ব্যবসায়ী, হানা দিল পুলিশ

স্ত্রীর আধারকার্ড দেখিয়ে প্রেমিকার সঙ্গে হোটেলে ছিলেন ব্যবসায়ী, হানা দিল পুলিশ

স্ত্রীর আধারকার্ড দেখিয়ে হোটেলের ঘরে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন ব্যবসায়ী। প্রতীকী ছবি

গাড়ি তো রয়েছে পুনের একটি হোটেলে। কাউকে কিছু না জানিয়ে সেই হোটেলেই হানা দেন তিনি।

একেই বলে প্রেমের বিড়াম্বনা। দমবন্ধ সংসার থেকে একটি দক্ষিণের বারান্দার খোলা হাওয়ার জন্য অন্য মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন গুজরাতের ৪১ বছর বয়সী এক ব্যবসায়ী। সেই মতো একটু নিভৃতে থাকার জন্য তিনি একেবারে হোটেলে নিয়ে আসেন প্রেমিকাকে। বেশ কাটছিল সময়গুলো। কিন্তু তাল কাটল আচমকাই। ওই ব্যবসায়ীর স্ত্রীও ব্যবসার সঙ্গেই জড়িয়ে রয়েছেন। তিনি আবার সংস্থারই অধিকর্তা। স্বামীর গতিবিধির উপর নজর রাখার জন্য় তিনি স্বামীর গাড়িতে জিপিএস লাগিয়ে রেখেছিলেন। গত নভেম্বর মাসে স্বামী ব্যবসার কাজে যাচ্ছেন বলেই জানিয়েছিলেন স্ত্রীকে।এদিকে স্বামী ঠিকঠাক পৌঁছল কি না সেটা জানার চেষ্টা করেন স্ত্রী।

জিপিএস পরীক্ষা করে দেখেন তিনি। আর তা দেখে একেবারে আকাশ ভেঙে পড়ে স্ত্রীর মাথায়। গাড়ি তো রয়েছে পুনের একটি হোটেলে। কাউকে কিছু না জানিয়ে সেই হোটেলেই হাজির হন তিনি। কিন্তু সেই হোটেলে স্বামীর সঙ্গে কে রয়েছেন? একটু খোঁজাখুঁজি করতেই তিনি বুঝতে পারেন হোটেলের ঘরে নাকি স্ত্রীর সঙ্গেই রয়েছেন ওই ব্যবসায়ী। কিন্তু স্ত্রী তো সামনেই দাঁড়িয়ে। তবে ভেতরে যিনি রয়েছেন তিনি কে?

আর গল্পের শুরু এখানেই। দেখা যায় যে আধার কার্ড ওই ব্যবসায়ী হোটেলের রিসেপশনে জমা দিয়েছিলেন সেটা তাঁর স্ত্রীর আধার কার্ডের জেরক্স। আর সেটা দেখিয়ে তিনি দিব্যি অন্য় মহিলাকে নিয়ে হোটেলে ঢুকে পড়েছিলেন। আধার কার্ডের জেরক্সের ছবিও ভালো করে বোঝা যায়নি। তবে ব্যবসায়ীর স্ত্রী অবশ্য অত সহজে ছাড়ার মানুষ নন। একেবারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্বামীকে পাকড়াও করেছে পুলিশ।

 

বন্ধ করুন