দিল্লীবাসী এবং ভারতীয়দের নিয়েও কুকথা বলার অভিযোগে এক পাকিস্তানি নাগরিক এবং তার বান্ধবীকে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দিলেন ক্যাব চালক। ঘটনাটি রাজধানী দিল্লির। এ নিয়ে ক্যাব চালকের সঙ্গে পাকিস্তানি নাগরিকের বচসার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দুই পক্ষকে তর্কাতর্কি করতে দেখা যাচ্ছে। যদিও রাজধানীর দিল্লির কোথায় ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। অভিযোগ উঠেছে, রাত সাড়ে ১২টা নাগাদ ওই পাকিস্তানি নাগরিক এবং তার বন্ধুকে মাঝ রাস্তায় নামিয়ে দেন ক্যাব চালক। একইসঙ্গে ক্যাব চালককে ওই ব্যক্তির উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘তুমি একজন পাকিস্তানি।’
আরও পড়ুন: এসিটা কমিয়ে দেবেন! শুনেই মহিলা যাত্রীকে অশ্লীল ইঙ্গিত, গ্রেফতার অ্যাপ ক্য়াব চালক
সোশ্যাল মিডিয়ায় এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যায়, ক্যাব চালক ভারতীয়দের সম্পর্কে পাকিস্তানী নাগরিকের কুকথা বলার প্রতিবাদ করছেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। যদিও পাকিস্তান নাগরিকের দাবি, তিনি ভারতকে অথবা ভারতীয়দের নিয়ে কোনও খারাপ কথা বলেননি, তিনি শুধু ভারতীয় এবং দিল্লীবাসীকে স্বার্থপর বলেছিলেন। এরপর ক্যাব চালক ওই পাক নাগরিককে এইসব কথা না বলার জন্য বোঝান। কিন্তু, তারপরে এই ধরনের কথা বলা অব্যাহত রাখায় ক্যাব চালক শেষমেষ পাক নাগরিক ও তার বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে দেন। ভিডিয়োতে দেখা যায়, তারপরেও দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে।
সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের মধ্যে এনিয়ে তুমুল প্রতিক্রিয়া জানাতে দেখা গিয়েছে। একাংশ ক্যাব চালকের প্রশংসা করলেও অনেকেই সমালোচনাও করেছেন। একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, ‘এক পাকিস্তানি এবং তার বান্ধবী ভারতীয়দের গালি দিচ্ছিল এবং তাদের স্বার্থপর বলছিল। ক্যাব চালক প্রথমে তাদের অসম্মান করা বন্ধ করতে বলেছিলেন। যখন তারা তাদের সীমা অতিক্রম করেছিকেন তখন তিনি তাদের উভয়কে গাড়ি থেকে বের করে দেন। তিনি ঠিকই করেছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি যদি দেশের রাজধানীতে এসে ভারতকে গালাগালি করেন তবে আর কী করা যায়!’
অন্য একজন ব্যক্তি আবার লিখেছেন, ‘যাই ঘটনা হোক বা যাত্রী যেই হোক না কেন, চালকের উচিত ছিল নীরব থাকা এবং যাত্রীদের আলোচনা উপেক্ষা করা। তিনি একটি ভিদিয়ো তৈরি করে পরে শেয়ার করতে পারতেন। তবে যাত্রীদের পরিষেবা দেওয়া তার দায়িত্ব। আমাদের সব জায়গায় সাহস দেখানোর দরকার নেই।’ আবার এখন এভাবে প্রতিবাদ করার জন্য ক্যাব চালককে স্যালুট জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্যাব চালক যেভাবে কাজ হারানোর পরোয়া না করেই দেশের জন্য গর্জে উঠেছেন তা প্রশংসনীয়।’