ক্লাসরুমের মধ্যেই দশমের এক ছাত্রকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল সহপাঠীদের বিরুদ্ধে। হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি থাকার একদিন পর মৃত্যু হল সেই পড়ুয়ার। ঘটনাটি ঘটেছিল বিহারের মুজাফফরপুরে। এই ঘটনায় খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ছাত্রের নাম সৌরভ কুমার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেমঘটিত কারণেই তাদের মধ্যে বচসা ও মারপিটের ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুর এক বছর হতে বাকি কিছুদিন, শুরু হল শোকজের চিঠি ধরানোর পর্ব
মুজাফফরপুরের পুলিশ সুপার (গ্রামীণ) বিদ্যা সাগর জানিয়েছেন, মৃত সৌরভ কুমার জেলার কুরহানি ব্লকের অন্তর্গত তুর্কি সরকারি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছিল।তিনি বলেন, সৌরভ ও তার বন্ধুরা ওম প্রকাশ ও প্রহ্লাদের নামে অন্য ছাত্রদের নেতৃত্বে একটি দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। তাদের মারধরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ ওঠে, সৌরভের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করা হয়েছিল। তাতে সৌরভের মস্তিষ্ক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।ঘটনায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে একদিন ভর্তি থাকার পর শনিবার তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন, শুক্রবারের এই মারপিটের ঘটনার পরেই ছাত্রদের দুপক্ষের পরিবারই অভিযোগ পাল্টা অভিযোগ জানিয়েছিল।
তারা একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছিল। তবে সৌরভের মৃত্যুর পরেই একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। সৌরভকে আক্রমণকারী ছাত্রদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
তিনি আরও জানান, অভিযুক্ত পড়ুয়াদের বয়স কত তা জানতে স্কুল থেকে নথি চেয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশ সব দিক থেকে মামলাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেমঘটিত কারণেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
একজন তদন্তকারী আধিকারিক জানান, ক্লাসরুমের ভিতরে সংঘর্ষ শুরু হওয়ায় স্কুলের শিক্ষক এবং অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। স্কুলের মধ্যে এটা কীভাবে হতে পারে? কেউ তাদের থামানোর চেষ্টা করেনি কেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।ওই আধিকারিক আরও জানান, যারা নিহতদের মারধরের সঙ্গে জড়িত তাদের রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিভাবকদের সঙ্গেও কথা বলা হয়েছে। দ্রুত এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।