বাংলা নিউজ > ঘরে বাইরে > Bengaluru: বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শৌচাগারে উঁকি মেরে অশ্লীল ভিডিয়োর অভিযোগ, ধৃত ছাত্র

Bengaluru: বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শৌচাগারে উঁকি মেরে অশ্লীল ভিডিয়োর অভিযোগ, ধৃত ছাত্র

অশ্লীল ভিডিয়ো রেকর্ডিংয়ের অভিযোগ। প্রতীকী ছবি

এলাকার ডিসি পি কৃষ্ণকান্ত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, পুলিশ শুভমের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। তার ল্যাপটপ, মোবাইল এবং আইপ্যাড বাজেয়াপ্ত করেছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ছাত্রীদের শৌচাগারে উঁকি মেরে অশ্লীল ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাটি বেঙ্গালুরুর হোসকেরহল্লি এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। অভিযুক্ত ছাত্রের নাম শুভম এম আজাদ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ বছর বয়সি শুভম ওই বিশ্ববিদ্যালয়েরই আইন বিভাগের ছাত্র। এলাকার ডিসি পি কৃষ্ণকান্ত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, পুলিশ শুভমের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। তার ল্যাপটপ, মোবাইল এবং আইপ্যাড বাজেয়াপ্ত করেছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের মেয়েদের শৌচাগারে উঁকি দেওয়ার খারাপ অভ্যাস ছিল। এর আগেও মেয়েদের শৌচাগারে উঁকি দিয়ে অশ্লীল ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগে সে ধরা পড়েছিল। তবে তখন তাকে ক্ষমা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সে ক্ষমা চেয়েছিল। তবে তখন কর্তৃপক্ষ তাকে এনিয়ে সতর্ক করেছিল। কিন্তু, তারপর আবার একই আচরণের পুনরাবৃত্তি করে ওই ছাত্র। শৌচাগারে ভিডিয়ো রেকর্ডিং করার সময় ওই ছাত্রকে হাতেনাতে ধরে ফেলেন ছাত্রীরা। তারপরেই বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয়।

জানা গিয়েছে, শুভম শৌচাগারে ভিডিয়ো রেকর্ডিং করে তা দেখার প্রতি আসক্ত ছিল। তার ল্যাপটপ এবং ফোন সেগুলিতে পূর্ণ ছিল। শুধু তাই নয়, এই সমস্ত ভিডিয়ো সে নেট মাধ্যমে ছড়িয়ে দিত। এই ঘটনায় তদন্ত করে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বন্ধ করুন