বাংলাদেশে অস্থিরতার পর থেকে সীমান্তে আরও কড়া হয়েছে বিএসএফ। কার্যত মাছি গলার উপায় নেই। এসবের মধ্যেই জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামের কাছে প্রবেশের চেষ্টা করছিল পাচারকারীরা। বিএসএফের গুলিতে মৃত্যু এক ব্যক্তির। তার নাম মহম্মদ আনোয়ার বা আনোয়ার হক। ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এপারে ভারতের সিংপাড়া। আর ওপারে বাংলাদেশের ঝুলিপাড়া।
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গভীর রাতে সীমান্ত পথে গরু পাচার হচ্ছিল। আসলে শীতকালে কুয়াশার সুযোগ নেয় পাচারকারীরা। অন্তত ১৫-২০টি গরু সীমান্ত দিয়ে গরু পাচার করা হচ্ছিল। অন্তত ২০ জন পাচারকারী এলাকায় ছিল। বিএসএফ সীমান্তে ওই পাচারকারীদের দেখতে পেয়েই চ্যালেঞ্জ করে বাহিনী। তাদের তাড়া করেন জওয়ানরা।
এদিকে ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। হামলার জেরে এক বিএসএফ জওয়ান আহত হন। জওয়ানরা পালটা গুলি চালান। এক পাচারকারীর গুলি লাগে। তার নাম মহম্মদ আনোয়ার। সেই অবস্থায় সে সীমান্তের দিকে ছুটতে থাকে। এরপর সে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করে বলেও খবর।
এদিকে সীমান্তে কড়া নজরদারি করা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের ৭৫১ বর্ডার পিলারের কাছে এই ঘটনা হয়েছে বলে খবর।